এয়ার ইন্ডিয়ায় ১৭০ অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার

627
0
air india officer recruitment

এয়ার ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস লিমিটেডে ১৭০ জন অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার নিয়োগ করা হবে পাঁচ বছরের চুক্তিতে। নিচের যোগ্যতার যে-কোনো ভারতীয়রা আবেদন করতে পারবেন।

শূন্যপদের বিন্যাস: ইস্টার্ন রিজিয়ন: ১৫ (অসংরক্ষিত ৮, তপশিলি জাতি ৩, ওবিসি ৩, ইডব্লুএস ১)। ওয়েস্টার্ন রিজিয়ন: ৮০ (অসংরক্ষিত ৩৮, তপশিলি জাতি ৮, তপশিলি উপজাতি ৬, ওবিসি ২০, ইডব্লুএস ৮)। নর্দার্ন রিজিয়ন: ৫০ (অসংরক্ষিত ১৮, তপশিলি উপজাতি ৭, ওবিসি ১২, ইডব্লুএস ৫)। সাদার্ন রিজিয়ন: ২৫ (অসংরক্ষিত ৮, তপশিলি জাতি ৪, তপশিলি উপজাতি ২, ওবিসি ৮, ইডব্লুএস ৩)।

যোগ্যতা: অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার (জেনারেল অ্যাডমিন/ ফিনান্স/ এমএমডি): ১) যে-কোনো শাখায় স্নাতক এবং শিক্ষাগত যোগ্যতা অর্জনের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ১ বছরের অভিজ্ঞতা অথবা ২) ইঞ্জিনিয়ারিং/ এয়ারক্র্যাফট মেন্টেন্যান্স ইঞ্জিনিয়ারিং/ কম্পিউটার সায়েন্স বা ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছরের ডিপ্লোমা এবং শিক্ষাগত যোগ্যতা অর্জনের পর অ্যাভিয়েশন সম্পর্কিত সফটওয়্যার (যেমন এএমওএস/ আরএএমসিও/ টিআরএএক্স) এক বছরের কাজের অভিজ্ঞতা।

বয়সসীমা: ১ আগস্ট ২০১৯ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ৩৩ বছর। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

পারিশ্রমিক: প্রতি মাসে ১৯৫৭০ টাকা।

প্রার্থী বাছাই পদ্ধতি: অনলাইন লেখা পরীক্ষা/ স্কিল টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

আবেদনের ফি: ১০০০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি ও প্রাক্তন সেনাকর্মীদের ক্ষেত্রে ৫০০ টাকা। শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের কোনো ফি দিতে হবে না।

আবেদনের পদ্ধতি: www.airindia.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। সরাসরি http://aiesl.assistantsupervisor.parakh.online/ লিঙ্কে গিয়েও আবেদন করা যাবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে আগামী ৫ নভেম্বর পর্যন্ত। যাঁরা এর আগে গত ৭ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বরের মধ্যে এই নোটিফিকেশনের উত্তরে আবেদন করেছেন তাঁদের পুনরায় আবেদন করতে হবে না। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানা যাবে উপরোক্ত ওয়েবসাইটে।