ওশেন টেকনোলজি ইনস্টিটিউটে ৫৭ প্রোজেক্ট সায়েন্টিস্ট

716
0

ন্যাশনাল ইনস্টিটিউট অব ওশেন টেকনোলজিতে ফিক্সড টার্ম চুক্তিতে ৫৭ জন প্রোজেক্ট সায়েন্টিস্ট, প্রোজেক্ট সায়েন্টিস্ট অ্যাসিস্ট্যান্ট ও প্রোজেক্ট টেকনিশিয়ান নিয়োগ করা হবে। ওয়াক-ইন-রিক্রুটমেন্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। বিজ্ঞপ্তি নম্বর: NIOT/2019/02 (Project).

পদের নাম, শূন্যপদ, যোগ্যতা, বয়স, পারিশ্রমিক ও ইন্টারভিউয়ের তারিখ: প্রোজেক্ট সায়েন্টিস্ট ওয়ান (সিভিল), পোস্ট কোড পিএসসি-সিভিল-০১-২০১৯, শূন্যপদ ৯ (অসংরক্ষিত ৫, তপশিলি জাতি ২, ওবিসি ২)। ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে সিভিল শাখায় ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি ব্যাচেলর ডিগ্রি। বাঞ্ছনীয়: সিভিল ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজিতে মাস্টার ডিগ্রি। বয়সের ঊর্ধ্বসীমা ৩৫ বছর। প্রতি মাসে ৫৫০০০ টাকা পারিশ্রমিক। ইন্টারভিউ হবে ৯ জুলাই ২০১৯।

প্রোজেক্ট সায়েন্টিস্ট ওয়ান (ফিজিক্যাল ওশেনোগ্রাফি), পোস্ট কোড পিএসসি-পিও-০২-২০১৯, শূন্যপদ ৩ (অসংরক্ষিত ২, তপশিলি জাতি ১)। ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে ওশেনোগ্রাফিতে মাস্টার ডিগ্রি। সংশ্লিষ্ট ফিল্ডে ডক্টরেট ডিগ্রি থাকা বাঞ্ছনীয়। বয়সের ঊর্ধ্বসীমা ৩৫ বছর। পারিশ্রমিক প্রতি মাসে ৫৫০০০ টাকা। ইন্টারভিউ হবে আগামী ১১ জুলাই।

প্রোজেক্ট সায়েন্টিস্ট ওয়ান (মেকানিক্যাল), পোস্ট কোড পিএসসি-মেক-০৪-২০১৯, শূন্যপদ ৯ (অসংরক্ষিত ৬, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১)। ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে মেকানিক্যালে ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজিতে ব্যাচেলর ডিগ্রি। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজিতে মাস্টার ডিগ্রি বাঞ্ছনীয়। বয়সের ঊর্ধ্বসীমা ৩৫ বছর। পারিশ্রমিক ৫৫০০০ টাকা। ইন্টারভিউ হবে ১০ জুলাই।

প্রোজেক্ট সায়েন্টিস্ট ওয়ান (ইসিই/ ইঅ্যান্ডআই), পোস্ট কোড পিএসসি-ইসিই-০৫-২০১৯, শূন্যপদ ২ (অসংরক্ষিত ১, তপশিলি জাতি ১)। ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে ইলেক্ট্রিনিক্স অ্যান্ড কমিউনিকেশন/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজিতে ব্যাচেলর ডিগ্রি। বাঞ্ছনীয়: ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন/ কন্ট্রোল অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন/ কন্ট্রোল ভিএলএসআই ডিজাইন/ এম্বেডেড সিস্টেম ডিজাইন/ কমিউনিকেশন সিস্টেমে মাস্টার ডিগ্রি। পারিশ্রমিক ৫৫০০০ টাকা। ইন্টারভিউ হবে ১১ জুলাই ২০১৯।

প্রোজেক্ট সায়েন্টিস্ট অ্যাসিস্ট্যান্ট (সিভিল), পোস্ট কোড পিএসএ-সিভিল-০৭-২০১৯, শূন্যপদ ১২ (অসংরক্ষিত ৭, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১, ওবিসি ৩)। ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা। বাঞ্ছনীয়: ১) সংশ্লিষ্ট ডিসিপ্লিন/ ফিল্ডে যে-কোনো উচ্চতর যোগ্যতা। ২) কাজের প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা। বয়সের ঊর্ধ্বসীমা ২৮ বছর। পারিশ্রমিক ২৪০০০ টাকা। লেখা পরীক্ষা ও স্কিল টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে ১৬ জুলাই ২০১৯।

প্রোজেক্ট সায়েন্টিস্ট অ্যাসিস্ট্যান্ট (মেকানিক্যাল), পোস্ট কোড পিএসএ-মেকানিক্যাল-০৮-২০১৯, শূন্যপদ ১০ (অসংরক্ষিত ৬, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১, ওবিসি ২)। ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে মেকানিক্যাল/ অটোমোবাইল/ মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা। কম্পিউটারের বেসিক জ্ঞান ও অটোক্যাড/ ইনভেনটরের জ্ঞান থাকতে হবে। বয়সের ঊর্ধ্বসীমা ২৮ বছর। পারিশ্রমিক ২৪০০০ টাকা। লেখা পরীক্ষা ও স্কিল টেস্ট হবে ১৬ জুলাই ২০১৯।

প্রোজেক্ট সায়েন্টিফিক আসিস্ট্যান্ট (ইইই), পোস্ট কোড পিএসএ-ইলেক্ট্রিক্যাল-০৯-২০১৯, শূন্যপদ ২ (অসংরক্ষিত ১, ওবিসি ১)। ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে ইলেক্ট্রিক্যাল/ ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা। কাজ সম্পর্কিত অন্য কোনো উচ্চতর যোগ্যতা বাঞ্ছনীয়। বয়সের ঊর্ধ্বসীমা ২৮ বছর। পারিশ্রমিক ২৪০০০ টাকা। লেখা পরীক্ষা ও স্কিল টেস্ট হবে ১৬ জুলাই ২০১৯।

প্রোজেক্ট টেকনিশিয়ান (মেশিনিস্ট/ ফিটার/ ওয়েল্ডার), পোস্ট কোড পিটি-১১-২০১৯, শূন্যপদ ৬ (অসংরক্ষিত)। দশম শ্রেণি পাশ এবং ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং স্বীকৃত মেকানিক্যাল/ ফিটার/ ওয়েল্ডার/ মেশিনিস্টে আইটিআই কোর্স বা সমতুল এবং কম্পিউটারের বেসিক জ্ঞান। বয়সের ঊর্ধ্বসীমা ২৮ বছর। পারিশ্রমিক ১৫০০০ টাকা। ট্রেড টেস্ট/ লেখা পরীক্ষা এবং স্কিল টেস্ট হবে ১৭ জুলাই ২০১৯।

প্রোজেক্ট টেকনিশিয়ান (ইলেক্ট্রিক্যাল/ ইলেক্ট্রনিক্স/ ইনস্ট্রুমেন্টেশন), পোস্ট কোড পিটি-১২-২০১৯, শূন্যপদ ৪ (অসংরক্ষিত ৩, তপশিলি জাতি ১)। দশম শ্রেণি পাশ সঙ্গে ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং স্বীকৃত ইলেক্ট্রিক্যাল ট্রেডে আইটিআই এবং কম্পিউটারের বেসিক জ্ঞান থাকতে হবে। বয়সের ঊর্ধ্বসীমা ২৮ বছর। পারিশ্রমিক ১৫০০০ টাকা। ট্রেড টেস্ট/ লেখা পরীক্ষা ও স্কিল টেস্ট হবে ১৭ জুলাই ২০১৯।

সবক্ষেত্রেই সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

আবেদনের পদ্ধতি: http://www.niot.res.in/index.php/recruitment লিঙ্কে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। ওয়াক-ইন-ইন্টারভিউ/ টেস্ট হবে ‘National Institute of Ocean Technology, Pallikaranai, Chennai’ ঠিকানায়।