কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষা প্রস্তুতি

591
0
WEJEE 2024 Registration

পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে ও নয়াদিল্লিতে ছড়িয়ে থাকা কেন্দ্রীয় সরকারের সমস্ত অফিস ও মন্ত্রকের কয়েক হাজার গ্রুপ- বি ও গ্রুপ- সির শূন্যপদের জন্য প্রার্থী বাছাই করা হবে স্টাফ সিলেকশন কমিশনের কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এগজামিনেশন, ২০১৮-র মাধ্যমে।

জরুরি তথ্য– প্রথমে হবে কম্পিউটারভিত্তিক অবজেক্টিভ ধরনের ২০০ নম্বরের টিয়ার ওয়ানের পরীক্ষা, সময় ৬০ মিনিট। তাতে ৪টি পেপার থাকবে- জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, জেনারেল অ্যাওয়্যারনেস, কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউড এবং ইংলিশ কম্প্রিহেনশন। প্রতি পেপারে ২৫ প্রশ্ন, ৫০ নম্বর। প্রতিটি ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্কিং থাকবে ০.৫০ নম্বর করে। কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউডের ক্ষেত্রে মাধ্যমিক স্তরের প্রশ্ন হবে, বাকি ক্ষেত্রে গ্র্যাজুয়েশন স্তরের। এখানে টিয়ার ওয়ানের প্রশ্নপত্রের প্র্যাক্টিস সেট দেওয়া হল।

কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষার প্রশ্নসেট ডাউনলোড লিঙ্ক ঃ SSC CGL_Practice Set 1