কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসেস (১), ২০১৮ পরীক্ষার ফল প্রকাশিত

818
0

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসেস (১), ২০১৮-র লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এই পরীক্ষা নেওয়া হয়েছিল ৪ ফেব্রুয়ারি, ২০১৮ তারিখে। মোট ৮২৬১ জন প্রার্থীর নামের তালিকা প্রকাশিত হয়েছে যাঁরা ইন্টারভিউ দিতে পারবেন। ফল জানার লিঙ্ক – http://www.upsc.gov.in/sites/default/files/WR-CDS-I-18-Engl.pdf