কলকাতা এনইউএইচএম-এ স্টাফ নার্স ১৪০

1141
0
Kolkata Recruitment, Nurse, Kolkata Nursing Jobs

কলকাতা এনইউএইচএম সোসাইটির জন্য স্টাফ নার্স পদে চুক্তি ভিত্তিক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি নম্বর– 11/Kolkata City NUHM Society/2019-20, dated: 24.02.2020.

শূন্যপদ: ১৪০ (অসংরক্ষিত ১৭, এসসি ৫৬, এসটি ১৪, ওবিসি-এ ২৩, ওবিসি-বি ১৬, অসংরক্ষিত পিডব্লুডি ৯, অসংরক্ষিত মেরিটোরিয়াস স্পোর্টসপার্সন ৫)।

যোগ্যতা: ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল / ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল অনুমোদিত জিএনএম বা বিএসসি নার্সিং কোর্স করে থাকতে হবে। ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে রেজিস্টার্ড হতে হবে। বাংলা ভাষায় দক্ষতা থাকতে হবে।

বয়সসীমা: ১ মার্চ, ২০২০ অনুযায়ী সর্বোচ্চ বয়সসীমা ৬৪ বছর।

সাম্মানিক: ১৭২২০ টাকা প্রতি মাস।

ইন্টারভিউ: আগামী ১৬ মার্চ সরাসরি ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউয়ের দিন প্রয়োজনীয় সমস্ত নথি ও তার স্বপ্রত্যয়িত ফটো কপি সঙ্গে রাখতে হবে। ইন্টারভিউ রিপোর্টিং টাইম সকাল ১০.৩০ থেকে ১২টার মধ্যে।  আবেদন পত্র ও তার একটি ফটো কপি সঙ্গে রাখতে হবে। ইন্টারভিউস্থল – Institute of Urban Management (ALAKAPURI), 36C, Ballygunge Circular Road, Kolkata – 700019

পরীক্ষা পদ্ধতি: প্রাথীদের যোগ্যতার উপর ৪০ নম্বর এবং ৬০ নম্বরের ইন্টারভিউ নেওয়া হবে।

আবেদন পত্র নমুনা ডাউনলোড লিঙ্ক: https://www.kmcgov.in/KMCPortal/downloads/Recruitment_140Nurse_04_03_2020.pdf

 

Kolkata Recruitment, Nurse, Kolkata Nursing Jobs