কলকাতা পুরসভায় ৫৭ সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার

765
0
wbmsc recruitment

কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল) নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর: ১১/২০১৮। নিচের যোগ্যতার যে-কোনো ভারতীয়রা আবেদন করতে পারবেন।

শূন্যপদের বিন্যাস: মোট শূন্যপদ ৫৭ (অসংরক্ষিত ১৯, অসংরক্ষিত শারীরিক প্রতিবন্ধী ২, তপশিলি জাতি ১৪, তপশিলি উপজাতি ৯, ওবিসি এ ৮, ওবিসি বি ৫)।

বেতনক্রম: পে ব্যান্ড ফোর অনুযায়ী মূল বেতন ৯,০০০-৪০,৫০০ টাকা, গ্রেড পে ৪,৪০০ টাকা।

যোগ্যতা: ১) মেকানিক্যাল ইঞ্জনিয়ারিংয়ে স্টেট কাউন্সিল ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন-এর ডিপ্লোমা বা সমতুল। ২) মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং কাজে এক বছরের প্র্যাক্টিক্যাল ট্রেনিং বা স্টাডি বা রিসার্চ বা প্র্যাক্টিক্যাল ইঞ্জিনিয়ারিং অভিজ্ঞতা।

বয়সসীমা: ১ জানুয়ারি ২০১৮ তারিখের হিসেবে বয়স ৩৭ বছরের বেশি মধ্যে হতে হবে। পশ্চিমবঙ্গের সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

আবেদনের ফি: ২২০ টাকা (১৫০ টাকা ফি + ৫০ টাকা প্রসেসিং চার্জ + ২০ টাকা ব্যাঙ্ক চার্জ)। তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ৭০ টাকা (৫০ টাকা প্রসেসিং চার্জ + ২০ টাকা ব্যাঙ্ক চার্জ)। চালানের মাধ্যমে ইউনাইটেড ব্যাঙ্ক অব ইন্ডিয়ার অ্যাকাউন্ট নম্বর- ০০৮৮০১০৩৬৭৯৩৬-এ ফি দিতে হবে। তার আগে অনলাইন চালান জেনারেট করা যাবে ১৬ এপ্রিল ২০১৮ তারিখ পর্যন্ত। ব্যাঙ্কে চালানের মাধ্যমে ফি জমা করতে হবে ১৭ এপ্রিল ২০১৮ তারিখের মধ্যে।

আবেদনের পদ্ধতি: www.mscwb.org ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। অনলাইনের শেষ দিন ১৮ এপ্রিল ২০১৮।