কলকাতা পোর্ট ট্রাস্টে ৬ ট্রেনি পাইলট

1116
0
Port Trust Job

কলকাতা পোর্ট ট্রাস্টে ৬ জন ট্রেনি পাইলট নিয়োগ করা হবে। যোগ্যতা দরকার এগুলির যে-কোনো একটি সার্টিফিকেট: ১) মাস্টার (এফজি)/ ড্রেজ মাস্টার গ্রেড ওয়ান বা সমতুল। ২) ফার্স্ট মেটস (এফজি)/ ড্রেজ মাস্টার গ্রেড টু। ৩) সেকেন্ড মেটস (এফজি)/ ড্রেজ মেট গ্রেট ওয়ান। ৪) বিএসসি নটিক্যাল সায়েন্স।

শূন্যপদ: মোট শূন্যপদ ৬ (অসংরক্ষিত ৩, তপশিলি জাতি ৩)।

বয়সসীমা: ১ সেপ্টেম্বর ২০১৮ তারিখের হিসেবে বিএসএসসি নটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ২৫ বছর। সেকেন্ড মেট (ফরেন গোয়িং)/ ফার্স্ট মেট (এফজি)/ ড্রেজ মাস্টার গ্রেড টু/ ড্রেজ মেট গ্রেড ওয়ানের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর। মাস্টার (এফজি)/ ড্রেজ মাস্টার গ্রেড ওয়ানের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বীসাম ৩৫ বছর। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

পারিশ্রমিক ও ট্রেনিংয়ের সময়সীমা: মাস্টার (এফজি)/ ড্রেজ মাস্টার গ্রেড ওয়ান বা সমতুল সার্টিফিকেটের ক্ষেত্রে পারিশ্রমিক মাসে ২৯১০০-৫৪৫০০ টাকার সর্বনিম্ন স্তরে, ট্রেনিংয়ের সময়সীমা ১৮ মাস। ফার্স্ট মেটস (এফজি)/ ড্রেজ মাস্টার গ্রেড টু-র ক্ষেত্রে মাসে ২৪৯০০ টাকা, ট্রেনিংয়ের সময়সীমা ২৫ মাস। সেকেন্ড মেটস (এফজি) ড্রেজ মেট গ্রেড ওয়ানের ক্ষেত্রে মাসে ২০৬০০ টাকা, ট্রেনিংয়ের সময়সীমা ৪০ মাস। বিএসসি নটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে মাসে ২০৬০০ টাকা, ট্রেনিংয়ের সময়সীমা ৫২ মাস। ট্রেনিংয়ে সফল হলে পাইলট হিসাবে নিয়োগ ২৯১০০-৫৪৫০০ টাকার মূল বেতনে।

আবেদনের পদ্ধতি: সাদা কাগজে বায়োডেটা সহ যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত জেরক্স ও সম্প্রতি তোলা পাসপোর্ট মাপের দুটি স্ব-প্রত্যয়িত ছবি দিয়ে আবেদনপত্র ২৬ অক্টোবর ২০১৮ তারিখের মধ্যে পৌঁছতে হবে ‘The Sr Personnel Officer, Kolkata Port Trust, 15, Strand Road, Kolkata-700001’ ঠিকানায়। খামের উপরে লিখতে হবে ‘Application for the post of Trainee Pilot at Kolkata Port’.

অন্যান্য প্রাসঙ্গিক তথ্য www.kolkataporttrust.gov.in ওয়েবসাইট থেকে জানা যাবে। http://www.kolkataporttrust.gov.in/showfile.php?layout=1&lang=1&level=1&sublinkid=3258&lid=2811 লিঙ্কে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখা যাবে।