কলকাতা বিশ্ববিদ্যালয়ে ৫৯১ গ্রুপ-সি, গ্রুপ-ডি পদের দরখাস্ত শুরু

968
2

স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ৫৯১ জন গ্রুপ-ডি ও গ্রুপ-সি নিয়োগের বিস্তারিত খবর আমাদের এই পোর্টালে প্রকাশিত হয়েছে গত ৩০ জুন তারিখে (বিস্তারিত খবরের লিঙ্ক: https://jibikadishari.co.in/?p=6071)। জানিয়েছিলাম, অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে ৫ জুলাই। অনলাইন আবেদন শুরু হয়েছে। ফায়ারফক্স/ক্রোম/ইন্টারনেট এক্সপ্লোরারে সর্বশেষ ভার্শন ব্যবহার করে, ব্রাউজারে জাভাস্ক্রিপ্ট ডিসেবল না করে এবং আবেদনের সময় ব্যাকবাটন ক্লিক না করে বা রিফ্রেশ না করে আবেদন করতে পারবেন। এই লিঙ্কে: http://online.westbengalssc.com/sscorg/wbssc/OnlineAppCU/welcome/

আবেদন করার পর আবেদনের প্রিন্ট-আউট নিয়ে নেবেন, তার জন্যও লিঙ্ক দেওয়া হয়েছে। ইতিমধ্যে যারা অনলাইন আবেদন করেছেন তাঁরাও সেই আবেদনের প্রিন্ট-আউট অবশ্যই নিয়ে রাখুন।

প্রিন্ট-আউট নিতে পারবেন এই লিঙ্ক থেকে: http://online.westbengalssc.com/sscorg/wbssc/OnlineAppCU/reprint/