কলকাতা বিশ্ববিদ্যালয়ের গ্রুপ-ডি গ্রুপ-সি পদে আবেদনের ফি পেমেন্ট স্টেটাস

902
0
Calcutta University Recruitment

স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে কলকাতা বিশ্ববিদ্যালয়ের গ্রুপ-ডি ও গ্রুপ-সি পদের জন্য যাঁরা আবেদন করেছেন তাঁরা আবেদনের ফি পেমেন্ট ঠিকমতো হয়েছে কিনা সেই স্টেটাস জানতে পারবেন INFORMATION IN C/W SELECTION TEST FOR RECRUITMENT OF GROUP C & GROUP D POSTS IN UNIVERSITY OF CALCUTTA কলামে http://www.westbengalssc.com/sscorg/wbssc/home/ লিঙ্কে ১৩ অঙ্কের অ্যাপ্লিকেশন আইডি টাইপ করে পাশের ‘চেক ফিজ পেমেন্ট স্টেটাস ফর অ্যাপ্লিকেশনস ইন কানেকশন উইথ ক্যালকাটা ইউনিভার্সিটি’ লিঙ্কে ক্লিক করে।