কলকাতা সিটি সেশন কোর্টে গ্রুপ-ডি পরীক্ষার প্রস্তুতি

732
1
practiceset-picture

কলকাতা সিটি সেশন কোর্টে গ্রুপ-ডি পদের লিখিত পরীক্ষ হবে ১৮ নভেম্বর ২০১৮ তারিখে। লিখিত পরীক্ষায় ৫০টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন থাকবে ইংরেজি ও বাংলা (৩০ নম্বর), জেনারেল নলেজ (৪০ নম্বর), ও সিঙ্গল অ্যাথরথমেটিক (৩০ নম্বর)। মোট ১০০ নম্বরের পরীক্ষা, সময় এক ঘণ্টা। ইংরেজি ও বাংলা দুটি বাংলা দুটি ভাষাতেই প্রশ্নপত্র হবে। একটি ভুল উত্তরের জন্য ১ নম্বর কাটা হবে। গ্রুপ ডি পরীক্ষার আচরণবিধি ইত্যাদি জানতে পারবেন http://calcuttahighcourt.gov.in/Notice-Files/district-recruiment-notice/1769 লিঙ্কে।

কলকাতা সিটি সেশন কোর্টে গ্রুপ-ডি পরীক্ষার প্রশ্নসেট ডাউনলোড লিঙ্ক ঃ High Court_Group D_Set -1