কলকাতা হাইকোর্টে এলডিএ নিয়োগ পরীক্ষার প্রশ্ন বা উত্তরে ভুল থাকলে

1197
0
current affairs

কলকাতা হাইকোর্টের অ্যাপিলেট সাইডে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদের জন্য যাঁরা পরীক্ষা দিয়েছিলেন তাঁরা প্রশ্নপত্রে বা উত্তরপত্রে কোও ভুল আছে মনে করলে আপত্তি জানিয়ে তার উল্লেখ করতে পারেন।

নিজের রেজিস্ট্রেশন নম্বর ও জন্মতারিখ দিয়ে লগ-ইন করে সীমিত সময়ের জন্য এই সুযোগ নিতে পারেন।

প্রশ্নপত্র ও আন্সার-কি দেওয়া হল, এই লিঙ্কে: https://www.i-register.co.in/CHCOBJ0319/ApplicantLogin.aspx

এই সুযোগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি (No. 1776 –R (Recruitment) Dated, the 13 th March, 2019) দেখা যাবে এই লিঙ্কে: http://www.calcuttahighcourt.gov.in/Notice-Files/recruiment-notice/2005

আরও কিছু জানতে চাইলে এই লিঙ্কে: www.calcuttahighcourt.gov.in