কলকাতা হাইকোর্টে ৬ ড্রাইভার

1118
0
current affairs

কলকাতা হাইকোর্টে ৬টি ড্রাইভার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি নম্বর– 4354-RG, Dated: 24th September, 2018. আপাতত অস্থায়ী ভাবে নিয়োগ, তবে স্থায়ী হবার সম্ভাবনা আছে।

শূন্যপদ: ড্রাইভার ৬ টি পদ (অসংরক্ষিত ২ টি, অসংরক্ষিত ইসি ১, এসসি ২ টি , ওবিসি-এ ইসি ১ টি ) রয়েছে।

যোগ্যতা: এই পদে আবেদন করার জন্য ন্যূনতম যোগ্যতা অষ্টম শ্রেণি উত্তীর্ণ। আপ-টু-ডেট ইন্ডিয়ান ইউনিয়ন ড্রাইভিং লাইসেন্স (পশ্চিম বঙ্গ) থাকতে হবে। লাইট মোটর ভিকল চালানোর দক্ষতা থাকতে হবে। অটো-মোবাইল মেকানিজমে জ্ঞান থাকতে হবে।

বয়সসীমা: আবেদনের তারিখে ১৮ থেকে ৪০ বছর, সংরক্ষিত শ্রেণির জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে।

বেতনক্রম: মূল বেতন ৫,৪০০ – ২৫, ২০০ (শুরুতে ন্যূনতম ৬৫৭০), গ্রেড পে ২৬০০ টাকা ও অন্যান্য ভাতা।

আবেদন ফি: জেনারেল প্রার্থীদের জন্য আবেদন ফি ২০০ টাকা, এসসি শ্রেণির প্রার্থীদের জন্য ফি ৫০ টাকা। পোস্টাল অর্ডারে ফি দিতে হবে– In Favour of Registrar General, High Court, Calcutta, Payable at G.P.O at Calcutta

আবেদন পদ্ধতি: সাদা কাগজে পরিষ্কার হাতের লেখায় বা টাইপ করে এ৪ সাইজ (২১০ x ১৯৭ মিমি) পেপারে আবেদন করতে হবে নিচের বয়ানে। আবেদন পত্রের সঙ্গে সমস্ত প্রয়োজনীয় নথির অ্যাটেস্টেড কপি দিতে হবে। সঙ্গে দুটি সাম্প্রতিক রঙিন পাসপোর্ট সাইজ ছবি, একটি নিজের ঠিকানা লেখা  ও ৫ টাকার স্ট্যাম্প সাঁটানো খাম (২৫ সেমি x ১১ সেমি) দিতে হবে। এগজেমটেড ক্যাটেগরির প্রার্থীরাও সরাসরি আবেদন করতে পারে, সে-সংক্রান্ত এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ডের কপি দিয়ে।

আবেদন পত্র পৌঁছনো চাই ১১ অক্টোবর বিকেল ৪টে ৪৫ মিনিটের মধ্যে। পাঠানোর ঠিকানা: Registrar General, High Court, Calcutta – 700001

আবেদনের বয়ান: (1) Full name of the candidate (in capital letters), (2) Father’s/Husband’s Name, (3) Name of the post applied for, (4) Date of Birth, (5) Actual age on the date of application, (6) Address (Present and Permanent, along with Pin Code No.) with Telephone/ Mobile No. (7) Educational Qualifications, (8) Other Qualifications, if any (9) Experience, if any (10) Up-to- date Driving Licence No. with the date of issue, (11) Whether belongs to S.C. 2 / S.T. / O.B.C-A, O.B.C.-B, Meritorious Sports Person, (12) Nationality and(13) Whether belongs to Exempted Category (14)Details of depositing applications fees by giving Indian Postal Order No., Date and Amount. Full Signature of the candidate with date

এও নিয়োগ বিজ্ঞপ্তি দেখা যাবে এই লিঙ্কে:

http://calcuttahighcourt.gov.in/Notice-Files/recruiment-notice/1759