কলকাতায় ডাকবিভাগে ৯ ড্রাইভার

1646
0
India post recruitment 2023

ডাকবিভাগে স্টাফ কার ড্রাইভার (অর্ডিনারি গ্রেড, জেনারেল সেন্ট্রাল সার্ভিস, গ্রুপ সি, নন-গেজেটেড, নন-মিনিস্টেরিয়াল) নিয়োগ করা হবে, কলকাতা মেইল মোটর সার্ভিস অফিসের অধীনে। নিচের যোগ্যতার যে-কোনো ভারতীয়রা আবেদন করতে পারবেন।

শূন্যপদ: ৯ (অসংরক্ষিত ৫, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ১)।

বেতনক্রম: লেভেল ২ অনুযায়ী মূল বেতনক্রম ১৯৯০০-৬৩২০০ টাকা। প্রথমে দু বছরের প্রবেশন পিরিয়ড থাকবে।

বয়সসীমা: আবেদপত্র জমা দেওয়ার শেষ তারিখে বয়স হতে হবে ১৮-২৭ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন। যোগ্যতা: দশম শ্রেণি বা সমতুল পাশ সহ ১) ভারী ও হালকা যান চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স। সঙ্গে ২) মোটর মেকানিজমের জ্ঞান থাকতে হবে (গাড়িতে ছোটোখাটো সমস্যা হলে তা সারাতে জানা)। ৩) অন্তত তিন বছর ভারী বা হালকা যান চালানোর অভিজ্ঞতা। বাঞ্ছনীয়: হোম গার্ড বা সিভিল ভলেন্টিয়ার হিসেবে তিন বছর কাজের অভিজ্ঞতা।

প্রার্থী বাছাই পদ্ধতি: ড্রাইভিং টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

আবেদনের পদ্ধতি: জীবনপঞ্জি ও যাবতীয় প্রমাণপত্রাদি সহ আবেদন করতে হবে ‘The Senior Manager, Mail Motor Services, 139, Beleghata Road, Kolkata 700015’ ঠিকানায়। স্পিড পোস্ট/ রেজিস্টার্ড পোস্টে আবেদনপত্র পাঠাতে হবে, সরকারিভাবে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার ৬০ দিনের মধ্যে।

https://www.westbengalpost.gov.in/docs/upload/e49fa44b678c681990f37151fcbf58f2.pdf লিঙ্কে গিয়ে বিজ্ঞপ্তিটি দেখা যাবে।