কলকাতায় যাদুঘরে ১৪ ইয়াং প্রফেশনাল নিয়োগ

771
0

কলকাতার ইন্ডিয়ান মিউজিয়ামে ১৪ জন ইয়াং প্রফেশনাল নিয়োগ করা হবে এক বছরের চুক্তিতে। বিজ্ঞপ্তি নম্বর: ০২/২০২০।

শূন্যপদ: ১৪ (অসংরক্ষিত ৮, ওবিসি ৩, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১)।

পারিশ্রমিক: প্রতি মাসে ৩৫০০০ টাকা।

যে সমস্ত ফিল্ডে নিয়োগ হবে সেগুলি হল: আর্কিওলজি, আর্ট, অ্যানথ্রোপোলজি, এডুকেশন, কনজার্ভেশন লাইব্রেরি এবং ইনফরমেশন টেকনোলজি।

যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার ডিগ্রি সঙ্গে মিউজিয়ামে অন্তত দু বছরের কাজের অভিজ্ঞতা। কম্পিউটারে টেকনোলজি বেসড স্কিলের জ্ঞান এবং আইটিসি অ্যাপ্লিকেশনে কাজরে দক্ষতা থাকতে হবে, সঙ্গে কোনো নামী এমএনসিতে দু বছরের অভিজ্ঞতা।

বয়স: বয়সের ঊর্ধ্বসীমা ৩৫ বছর।

আবেদনের পদ্ধতি: আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে। www.indianmuseumkolkata.org ওয়েবসাইট থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করা যাবে।

https://www.indianmuseumkolkata.org/informations/NTQ%3D/notice লিঙ্ক থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করা যাবে। পূরণ করা আবেদনপত্র সহ অন্যান্য নথি পাঠাতে হবে  Indian Museum, Kolkata, Ministry of Culture, Government of India, 27, Jawaharlal Nehru Road, Kolkata 700016 ঠিকানায়। পূরণ করা আবেদনপত্র পৌঁছতে হবে আগামী ১৬ মার্চের মধ্যে।

https://indianmuseumkolkata.org/resource/tenders/Young%20Professionals.pdf লিঙ্কে সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন।