কলকাতায় ৬০ ডাক্তার

756
0
medical officer recruitment
Doctor in front of a bright background

কলকাতা সিটি এনইউএইচএম  সোসাইটি  (জাতীয় শহর স্বাস্থ্য অফিযান সমিতি)-তে চুক্তির ভিত্তিতে ৩০ জন  মেডিকেল অফিসার (ফুল টাইম), ৩০ জন মেডিকেল অফিসার (পার্ট টাইম) নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ফুল টাইমের বিজ্ঞপ্তি নম্বর 16/Kolkata City NUHM/2018-19, পার্ট টাইমের বিজ্ঞপ্তি নম্বর 8/Kolkata City NUHM/2018-19.

শিক্ষাগত যোগ্যতা: এমসিআই অনুমোদিত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস। বয়সসীমা ১ জানুয়ারি, ২০১৯ অনুযায়ী সর্বোচ্চ ৬৬ বছর।

মাসিক ভাতা: ফুল টাইম মেডিকেল অফিসারের জন্য ৪০ হাজার টাকা, পার্ট টাইম মেডিকেল অফিসারের জন্য ২৪ হাজার টাকা।

ইন্টারভিউ: ডাউনলোড করা বয়ানে পূরণ করা আবেদন ও প্রমাণপত্রাদি সহ আগামী ১৮ ফেব্রুয়ারি, ২০১৯ তারিখ বেলা সাড়ে ১১টায় ওয়াক-ইন-ইন্টারভিউয়ে সরাসরি উপস্থিত হতে হবে।

ইন্টারভিউ স্থল: Room No- 254, 2nd Floor, PMU, Kolkata City NUHM Society, 5, S N Banerjee Road, Kolkata-700013

বিস্তারিত বিজ্ঞপ্তি সহ আবেদন পত্রের নমুনা ডাউনলোডের লিঙ্ক: www.kmcgov.in