কারেন্ট অ্যাফেসার্য় ১ আগস্ট ২০২০

772
0

আন্তর্জাতিক

  • নেপাল-চিন দ্বিপাক্ষিক সম্পর্কের ৬৫ বছর পূর্তি উপলক্ষ্যে নেপালের রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভাণ্ডারীকে বার্তা পাঠালেন চিনের রাষ্ট্রপতি জি শিনফিং৷ অন্যদিকে এদিনই লিপুলেখ, কালাপানি ও লিম্পিয়াধুরাকে নিজেদের অংশ বলে পুনরায় দাবি করল নেপাল৷ এদিকে মে-জুন মাসে লাদাখে চিনা সেনার আগ্রাসনের কড়া নিন্দা করলেন মার্কিন কগ্রেসের সেনেট এবং হাউস অব রিপ্রেজেন্টেটিভসের সদস্যরা৷
  • বিশ্বে কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন মোট ১,৭৯,১৩,৩৩৫ জন৷ সুস্থ হয়ে উঠেছেন ১,১২,৬৯,৮০০ জন৷ প্রাণহানি হয়েছে ৬,৮৫,৯৪৬ জনের৷ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৩ সপ্তাহ নিভৃতবাস সেরে এদিন প্রকাশ্যে এলেন ব্রাজিলের রাষ্ট্রপতি জাইর বোলসেনারো৷ প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে যথাক্রমে ৪৭ লক্ষ ও ২৬ লক্ষ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন৷

 

জাতীয়

  • গত ২৪ ঘণ্টায় দেশে ৫৭,১১৮ জন কোভিড-১৯-এ সংক্রমিত হলেন৷ এই সময়ে প্রাণহানি হয়েছে ৭৬৪ জনের৷ দেশে মোট আক্রান্ত হয়েছেন ১৬,৯৫,৯৮৮ জন৷ জুলাই মাসে ১১ লক্ষাধিক মানুষ সংক্রমিত হয়েছেন৷ মোট প্রাণহানির সংখ্যা ৩৬,৫১১৷ দেশে সুস্থতার হার ৬৪.৫৩ শতাংশ৷ মৃত্যুহার ২.১৫ শতাংশ৷ কর্নাটকের চিত্রদুর্গে এদিন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেলেন সিডাম্মা নামের ১১০ বছর বয়সী এক মহিলা৷
  • সাংসদ অমর সিং (৬৪) প্রয়াত হলেন৷ ২০১১ সালে সিঙ্গাপুরে কিডনি প্রতিস্থাপন হয়েছিল তাঁর৷ সেই সিঙ্গাপুরেই চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হলেন তিনি৷ কলকাতার বড়বাজার অঞ্চলে কংগ্রেসের হয়ে রাজনীতির জীবন শুরু করেছিলেন তিনি৷ পরে লক্ষ্ণৌ চলে যান৷ সেখানে সমাজবাদী পার্টিতে যোগ দেন৷ মুলায়াম সিং যাদবের ঘনিষ্ঠ ছিলেন তিনি৷ দিল্লিতে প্রায় সব রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গেই ব্যক্তিগত সখ্য ছিল তাঁর৷

 

 

বিবিধ

  • গত জুলাই মাসে দেশে মোট জিএসটি আদায় ৮৭৪২২ কোটি টাকা হয়েছে বলে জানানো হল৷
  • পাঞ্জাবে বিষমদ পান করে ৮৬ জনের মৃত্যু হল৷ শুধু তর্নতারণেই মৃত্যু হল ৪৭ জনের৷
  • কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক ও অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশনের যৌথ উদ্যোগে পড়ুয়াদের উদ্ভাবনী শক্তি সংক্রান্ত ‘স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন ২০২০’-এর গ্র্যান্ড ফিনালের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷

 

খেলা

  • ফরাসি লিগ কাপ জয়ী হল প্যারিস সাঁ জাঁ৷ এদিন ফাইনালে লিঁও দলকে টাইব্রেকারে ৬-৫ গোলে হারাল তারা৷ ফরাসি লিগ ওয়ান ও ফরাসি কাপের পর ফরাসি লিগ কাপ জিতে ত্রিমুকুট জয় করল সাঁ জাঁ৷ শেষ ৬ বছরে এই নিয়ে চতুর্থবার তারা ত্রিমুকুট জিতল৷
  • শতবর্ষ পূর্ণ করল ইস্টবেঙ্গল৷ ১৯২০ সালের এই দিনে প্রতিষ্ঠা করা হয়েছিল ক্লাবটির৷

 

 

 

 

লাইভ টিভি দেখুন:     https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল