কারেন্ট অ্যাফেয়ার্স ১ ফেব্রুয়ারি, ২০১৯

502
0
Current Affairs 1 Feb 2019

আন্তর্জতিক

  • ঢাকার বাংলা আকাদেমি প্রাঙ্গণে অমর একুশে বইমলার উদ্বোধন করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কবি শঙ্খ ঘোষ এবং অধ্যাপক আনিসুজ্জামান।
  • শৈত্যপ্রবাহে মার্কিন যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা হল ২২।
  • ডেট্রয়েটে ভুয়ো বিশ্ববিদ্যালয়ে ভর্তির ভিসা জালিয়াতি কাণ্ডে মোট ১৩০ জন বিদেশি ছাত্রকে গ্রেপ্তার করল মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি। এঁদের অধিকাংশই ভারতীয়।

জাতীয়

  • অন্তর্বর্তী বাজেট প্রস্তাব পেশ করলেন ভারপ্রাপ্ত কেন্দ্রীয় অর্থমন্ত্রী পীযূষ গয়াল। ৫ লক্ষ টাকা পর্যন্ত করযোগ্য আয়ে কোনো আয়কর দিতে হবে না বলে প্রস্তাব রয়েছে এই ভোট অন অ্যাকাউন্টে। ২ হেক্টরের কম জমি থাকা ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের বছরে ৬ হাজার টাকা করে সহায়তা, অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের ন্যূনতম অঙ্কের টাকা জমা করে ৩০০০ টাকা পর্যন্ত পেনশন পাওয়ার সংস্থান রয়েছে এই বাজেট প্রস্তাবে।
  • বেঙ্গালুরুতে হ্যাল বিমানবন্দরে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান মিরাজ ২০০০। মৃত্যু হল ২ জন বৈমানিকের।

বিবিধ

  • ২০১৮-১৯ অর্থবর্ষে রাজকোষ ঘাটতি ৩.৩ শতাংশের বদলে ৩.৯ শতাংশ হল। ২০১৯-২০ এবং ২০২০-২১ অর্থবর্ষে তা হল যথাক্রমে ৩.৪ এবং ৩ শতাংশ।
  • চলতি অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার মুনাফা ৩৯৫৫ কোটি টাকা হয়েছে বলে জানানো হল। অনুৎপাদক সম্পদের অনুপাত হয়েছে ৮.৭১ শতাংশ।

খেলা

  • বিশ্বের প্রথম মহিলা হিসাবে ২০০তম আন্তর্জাতিক একদিনের ম্যাচ খেললেন মিতালি রাজ। এদিন হ্যামিলটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে এই নজির গড়লেন তিনি। তবে এই ম্যাচে ৮ উইকেটে হারল ভারত। অবশ্য মিতালির নেতৃত্বে ভারতের মহিলা দল ২-১ ব্যবধানে সিরিজ জয়ী হল।
  • এশিয়ান কাপ চ্যাম্পিয়ন হল কাতার। এই প্রথমবার তারা এই খেতাব জিতল। এদিন আবুধাবিতে তারা ৩-১ গোলে হারাল জাপানকে। প্রসঙ্গত, ফিফা র‍্যাঙ্কিংয়ে জাপান ও কাতারের ক্রম যথাক্রমে ৫০ এবং ৯৭।
  • আই লিগে আইজল এফসি ১-০ গোলে হারাল মিনার্ভা এফসিকে।