আন্তর্জাতিক
- মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তালিবান জঙ্গিগোষ্ঠী ও আফগান সরকারের ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরের ২৪ ঘণ্টার মধ্যেই সুর কাটলেন আফগান রাষ্ট্রপতি আশরফ গনি। চুক্তির শর্ত ছিল ১৩৫ দিনের মধ্যে ৮৬০০ সেনা সরাবে মার্কিন যুক্তরাষ্ট্র, ১০ দিনের মধ্যে ৫০০০ জঙ্গিকে মুক্তি দেবে আফগান সরকার। গনি এদিন জানালেন, ৫০০০ জঙ্গিকে মুক্তি দেওয়ার কোনো শর্ত এই চুক্তিতে ছিল না।
- গোটা বিশ্বে করোনা ভাইরাস সংক্রমণে আক্রান্ত ৮৭ হাজার মানুষ। চিনে এই সংক্রমণে ২৮৭০ জনের মৃত্যু হয়েছে। ইরানে ৫৪ জনের। ইরানের উপরাষ্ট্রপতি এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রীও আক্রান্ত হয়েছেন এই সংক্রমণে। বিদেশি সাংবাদিকদের দাবি, সেখানে অন্তত ৩০০ জনের মৃত্যু হয়েছে। ইরানে কর্মরত ভারতীয়রা চাইলে তাঁদের দেশে ফিরিয়ে আনা হবে বলে জানালেন ইরানে ভারতের রাষ্ট্রদূত গদ্দাম ধর্মেন্দ্র।
জাতীয়
- কেরলে সায়রো-মালাবার চার্চের যাজক রবিন ভরাক্কুম চেরিকে বরখাস্ত করলেন পোপ ফ্রান্সিস। ২০১৭ সালে ওই যাজকের বিরুদ্ধে এক নাবালিকাকে শারীরিক লাঞ্ছনার অভিযোগ উঠেছিল।
- গোষ্ঠী সংঘর্ষে উত্তর-পূর্ব দিল্লির পরিস্থিতি এখন থমথমে। সেখানে নিহতের সংখ্যা ৪৬। সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে মেঘালয়ে আদিবাসী এবং অধিবাসীদের মধ্যে চরম সংঘর্ষে মৃতের সংখ্যা বাড়ল, হল ৩।
বিবিধ
- সদ্য সমাপ্ত ফেব্রুয়ারি মাসে জিএসটি সংগ্রহ হয়েছে ১,০৫,৩৬৬ কোটি টাকা। এই পরিমাণ এক বছর আগের জানুয়ারির থেকে ৮ শতাংশ বেশি। কোটির সীমা অতিক্রম করল।
খেলা
- আই লিগে ট্রাউ এফসি–কে ৩-১ গোলে হারাল মোহনবাগান। এই নিয়ে টানা ১২ ম্যাচ তারা রয়েছে অপরাজিত। ১৪ ম্যাচে ৩৫ পয়েন্ট সংগ্রহ করে লিগ টেবিলের শীর্ষে রয়েছে তারা।
- ক্রাইস্টচার্চে নিউ জিল্যান্ডের প্রথম ইনিংস শেষ হল ২৩৫ রানে। ভারত দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ৯০ রান।
- অ্যাথলেটিক্স জগতের প্রবাদপ্রতিম প্রশিক্ষক যোগীন্দর সিং সাইনি (৯০) প্রয়াত হলেন। ১৯৭০ থেকে ১৯৯০ সাল পর্যন্ত তিনি অ্যাথলেটিক্স দলের মুখ্য কোচ ছিলেন।
- মেক্সিকো ওপেন টেনিসে পুরুষদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হলেন রাফায়েল নাদাল। এটি তাঁর ৮৫তম খেতাব।
- প্রাক্তন জাতীয় হকি খেলোয়াড় বলবীর সিং কুলার (৭৭) প্রয়াত হলেন।