কারেন্ট অ্যাফেয়ার্স ১ সেপ্টেম্বর ২০১৯

987
0
Current Affairs 2 Sep 2019

আন্তর্জাতিক

  • দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর ৮০ বছর পূর্ণ হল। ১৯৩৯ সালের ১ সেপ্টেম্বর পোল্যান্ডের উইলুন শহরে জার্মান বায়ুসেনার প্রথম বোমাটি পড়েছিল। পরের ৬ বছর ধরে চলেছিল রক্তাক্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধ। মৃত্যু হয়েছিল ৫ কোটিরও বেশি মানুষের। তার মধ্যে ৬০ লক্ষ জন ছিলেন পোল্যান্ডের নাগরিক। হলোকস্টে জার্মানদের ইহুদি নিধনে ৬০ লক্ষ ইহুদির মৃত্যু হয়। তাঁদের অর্ধেকই পোলিশ। এদিন সেই উইলুন শহরেই যুদ্ধে নিহতদের স্মরণসভায় অংশ নিলেন ৪০ জনেরও বেশি রাষ্ট্রপ্রধান। সেখানে যুদ্ধে নিহত পোলিশ নাগরিকদের মৃত্যুর জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করলেন জার্মানির রাষ্ট্রপতি ফ্রাঙ্ক ওয়াল্টার স্টাইনমায়ার।
  • মার্কিন যুক্তরাষ্ট্রে ফেডারেল বিচারপতি পদে শিরিন ম্যাথিউসকে নির্বাচিত করলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ডিস্ট্রিক্ট ফেডারেল কোর্টের মনোনীত বিচারপতি হিসাবে এই ভারতীয় বংশোদ্ভূত বিচারপতির নাম ঘোষণা করা হয়।

জাতীয়

  • ৫ রাজ্যে নতুন রাজ্যপালের নাম ঘোষণা করা হল রাষ্ট্রপতি ভবনে। কেরলের রাজ্যপাল হচ্ছেন আরিফ খান, তেলঙ্গানার তামিলিসাই সুন্দররাজন। রাজস্থান, হিমাচল প্রদেশ, মহারাষ্ট্র নতুন রাজ্যপাল হচ্ছেন যথাক্রমে কলরাজ মিশ্র, বঙ্গারু দত্তাত্রেয় এবং ভগত সিং কেশিয়ারি।
  • মধ্যপ্রদেশের বারওয়ানি জেলার ছোটা বরদায় বন্যাদুর্গতদের পুনর্বাসনের দাবিতে মেধা পাটকরের আন্দোলন দ্বিতীয় সপ্তাহে পড়ল।

বিবিধ

  • গত অগস্ট মাসে জিএসটি বাবদ কেন্দ্রীয় সরকারের আয় ৯৮২০২ কোটি টাকা হয়েছে বলে জানানো হল।
  • এক দিনে সর্বোচ্চসংখ্যক মানুষের বৈদ্যুতিন আয়কর রিটার্ন দাখিলের বিশ্বরেকর্ড হয়েছে ভারতে। গত ৩১ অগস্ট ৪৯,২৯,১২১ জন বৈদ্যুতিন পদ্ধতিতে আয়কর রিটার্ন জমা দিয়েছেন বলে প্রত্যক্ষ কর পর্ষদ জানাল।

খেলা

  • জামাইকা টেস্টে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস ১১৭ রানে শেষ হল। ২৭ রানে ৬ উইকেট নিলেন যশপ্রীত বুমরাহ। মহম্মদ শামি ২ উইকেট পেলেন। টেস্টে ১৫০তম উইকেট শিকার হয়ে গেল তাঁর। ৪২ টেস্টে এই কৃতিত্ব অর্জন করলেন তিনি। জবাবে ভারত ৪ উইকেট হারিয়ে ১৫০ রান তুলল।
  • কলকাতা প্রিমিয়ার লিগে ইস্টবেঙ্গল–মোহনবাগান ম্যাচ গোলশূন্যভাবে ড্র হল।
  • ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠলেন রজার ফেডেরার। এই নিয়ে ১৩ বার। তিনি স্পর্শ করলেন আন্দ্রে আগাসির রেকর্ড। এক্ষত্রে সর্বোচ্চ রেকর্ড জিমি কোনর্সের (১৭)। ফেডেরার এই নিয়ে ৫৬ বার গ্র্যান্ড স্ল্যামের কোয়ার্টার ফাইনালে উঠলেন।
  • দলীপ ট্রফিতে ইন্ডিয়া রেড ও ইন্ডিয়া গ্রিন দলের ম্যাচ ড্র হল।
  • ব্রাজিলে শুটিং বিশ্বকাপে মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলে সোনা জিতলেন ভারতের যশস্বিনী সিং দেশওয়ান।