কারেন্ট অ্যাফেয়ার্স ১০ এপ্রিল ২০২০

532
0
Current Affairs 1st March

আন্তর্জাতিক

  • বিশ্বজুড়ে করোনা ভাইরাস সংক্রমণে মৃত্যু এক লক্ষ অতিক্রম করে গেল৷ সর্বশেষ তথ্য অনুযায়ী বিশ্বে ১৬,৭৪,৮৫৪ জন আক্রান্ত ও ১,০১,৪৭৪ জন মৃত এই সংক্রমণের জেরে৷ সবথেকে বেশি আক্রান্ত নিউইয়র্ক প্রদেশে ১,৬১,৮০৭ জন৷ ইতালি, স্পেন, ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রে এই সংক্রমণে মৃত্যু হয়েছে যথাক্রমে ১,৮২৭৯ জন, ১৫,৮৪৩ জন, ৪,২৩২ জন এবং ১৬,৭০০ জনের৷ আব্দুল মাবুদ চৌধুরি নামে এক বাংলাদেশি বংশোদ্ভূত চিকিৎসকের মৃত্যু হল ব্রিটেনে৷ এই নিয়ে ব্রিটেনে ১৭ জন স্বাস্থ্যকর্মী প্রাণ হারালেন কোভিড-১৯ সংক্রমণে৷ ব্রিটেনে ৮,৯৫৮ জনের মৃত্যু হয়েছে কোভিড-১৯-এর জেরে৷ এদিকে যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনেও করোনা আক্রান্তের খোঁজ পাওয়া গেল৷ রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বললেন, গত ৭৫ বছরে এত কঠিন সময় দেখেনি বিশ্ব৷

 

জাতীয়

  • দেশে কোভিড-১৯ সংক্রমণে মৃতের সংখ্যা দুই শতাধিক৷ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য, দেশে ৬,৭৬১ জন সংক্রমণের শিকার হয়েছেন, মৃত্যু হয়েছে ২০৬ জনের৷ মহারাষ্ট্রে মৃতের সংখ্যা যথাক্রমে ৯৭৷ কেরলে প্রথম করোনা আক্রান্ত মেলার পর শততম দিনছিল এদিন৷ পশ্চিমবঙ্গে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ৮৯৷ মুম্বইয়ে ৫ দিনে করোনা আক্রান্তের সংখ্যা হয়েছে দ্বিগুণ৷ ধারাভি বস্তিতে আরও ৫ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে৷ তঁদের মধ্যে ২ জন দিল্লির নিজামুদ্দিনের সভায় গিয়েছিলেন৷ দিল্লির এককজন কাউন্সিলর ও তাঁর পরিবারের দুই সদস্য করোনায় আক্রান্ত হলেন৷ অভিযুক্ত ব্যক্তি ওই সভায় যাওয়ার সংবাদ গোপন করেছিলেন বলে মামলা করল পুলিশ৷ এদিকে সংবাদপত্র প্রকাশে নিষেধাজ্ঞার জন্য করা একটি মামলা খারিজ করে দিল মাদ্রাজ হাইকোর্ট৷ রেলওয়ে সূত্র জানিয়েছে, যাত্রীপরিবহণ বন্ধ থাকলেও ৫৮টি রুটে ১০৯টি পণ্যবাহী ট্রেন চালানো হচ্ছে৷ এখন সেগুলি চলছে এক্সপ্রেস ট্রেনের গতিতে৷

 

বিবিধ

  • কর্মচারী প্রভিডেন্ট ফান্ডের ১.৩৭ লক্ষ সদস্য গত ১০ দিনে ২৮৮০ কোটি টাকা তুলেছেন বলে জানালেন ইপিএফ কর্তৃপক্ষ৷ করোনা ভাইরাস সংক্রমণের জেরে উদ্ভূত পরিস্থিতিতে টাকা তোলার নিয়ম শিথিল করা হয়েছে৷ অন্যদিকে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার তথ্য, দেশে ঋণের চাহিদা বৃদ্ধির বর্তমান হার ৬.১৪ শতাংশ, ২৭ মার্চ শেষ হওয়া সপ্তাহ পর্যন্ত, ১৯৬২ সালের পর সর্বনিম্ন৷

 

খেলা

  • জাপান জুড়ে ছড়িয়ে পড়ছে সংক্রমণ৷ এই পরিস্থিতিতে ২০২১ সালের অলিম্পিক নির্বিঘ্নে আয়োজিত করা যাবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করলেন টোকিও অলিম্পিকের আয়োজক কমিটির সিইও তুশিরো মুশো৷
  • প্রাক্তন ক্রিকেটার ওয়াল্টার ডিসুজা প্রয়াত হলেন, বয়স হয়েছিল ৯৩ বছর৷ গুজরাটের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে তিনি ছিলেন পরিচিত মুখ৷