কারেন্ট অ্যাফেয়ার্স ১০ জুলাই ২০২০

1077
0

আন্তর্জাতিক

  • মার্কিন যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করা হল পাক সরকারি বিমান পরিবহণ সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স-এর উড়ান৷ ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়ন আগেই ৬ মাসের জন্য তাদের নিষিদ্ধ করেছিল৷ প্রসঙ্গত, মে মাসে পাকিস্তানে বিমান দুর্ঘটনার তদন্তে জানা গিয়েছিল যে, ওই বৈমানিকের শংসাপত্র ছিল জাল৷ এরপর পাক সংসদে পাক বিমানমন্ত্রী গুলাম সারওয়ার খান স্বীকার করে নেন যে অন্তত ১৫০ জন পাক বৈমানিকের শংসাপত্র ভুয়ো৷
  • করোনা ভাইরাস বাতাস বাহিত, এমন কিছু রিপোর্ট পাওয়া গেছে বলে জানাল ‘হু’৷ তবে তারা এখনই কোন সিদ্ধান্তে পৌঁছয়নি৷ সম্প্রতি একটি মার্কিন দৈনিকে ২৩৯ জন বিজ্ঞানী চিঠি লিখে এই সন্দেহের কথা জানিয়েছিলেন৷ ইতিমধ্যে বিশ্বে ১২৫৩৯৯৭৮৫ জন আক্রান্ত হয়েছেন এই সংক্রমণে৷ কোভিড ১৯ প্রাণ কেড়েছে ৫৬০০৪২ জনের৷ এদিকে হাভার্ড বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক ডেভিড এডওয়ার্ডস দাবি করলেন সমুদ্রের জল থেকে প্রাপ্ত প্রাকৃতিক উপাদান দিয়ে তিনি এমন একটি ‘নেজাল স্প্রে’ প্রস্তুত করেছেন যা এই মারণ ভাইরাসকে প্রতিহত করতে পারে৷

 

জাতীয়

  • দেশে করোনা ভাইরাস সংক্রমণে মধ্যবয়সীদের মৃত্যুহার বেশি বলে জানাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক৷ দেশে কোভিডে ১৯ রোগে মোট প্রাণহানির ৩২ শতাংশ ৪৫-৫৯ বয়সী এবং ৩৯ শতাংশ ৬০-৭৪বছর বয়সী বলে জানানো হল৷ দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড ১৯ রোগে ২৬৫০৬ জন আক্রান্ত হয়েছেন৷ মোট ৭৯৩৮০২ জন আক্রান্ত হয়েছেন৷ মোট প্রাণহানির সংখ্যা ২১৬০৪৷
  • কুখ্যাত দুস্কৃতী বিকাশ দুবে পুলিশের গুলিতে প্রাণ হারাল৷ মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে তাকে গ্রেপ্তার করেছিল সেখানকার পুলিশ৷ সড়কপথে ৩টি গাড়ির কনভয় বিকাশকে নিয়ে কানপুর রওনা হয়েছিল৷ উত্তর প্রদেশ পুলিশের দাবি, ঝাঁসি-কানপুর রোডে পুলিশের একটি গাড়ি উল্টে যাওয়ার পর এক পুলিশ কর্মীর পিস্তল ছিনিয়ে পালাতে যায় বিকাশ এবং তখনই পুলিশের গুলিতে সে প্রাণ হারায়৷ এই ঘটনায় সন্দেহ প্রকাশ করে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব মন্তব্য করেছেন, ‘গাড়ি না ওল্টালে সরকার উল্টে যেত’৷ গত এক সপ্তাহে বিকাশের ৫ জন সঙ্গী পুলিশের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারিয়েছে৷ ৬০টির বেশি মমলা ছিল বিকাশের বিরুদ্ধে৷ গত ২ জুলাই রাতে একজন ডিসিপি সহ ৮ জন পুলিশকর্মীকে হত্যার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে৷

 

 

বিবিধ

  • মঙ্গল গ্রহে মহাকাশযান পাঠানোর সিদ্ধান্ত জানাল সংযুক্ত ‘আরব আমিরশাই’৷ এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ভারত এই অভিযান চালিয়েছে৷
  • আইসিএসই এবং আইএসসি-তে যথাক্রমে ৯৯.৩৪ এবং ৯৬.৮৪ শতাংশ পড়ুয়া পাশ করল৷

 

 

খেলা

  • সাউদাম্পটন টেস্টে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস শেষ হল ৩১৮ রানে৷ ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে ২০৪৪ রানের পর দ্বিতীয় ইনিংসে কোজ উইকেট না খুইয়ে ১৫ রান তুলল৷
  • মোহনবাগানের নতুন নাম হল এটি কে মোহনবাগান ফুটবল ক্লাব৷ জার্সি থাকছে সবুজ মেরুনই৷ লোগোতে একইরকমভাবে থাকছে পালতোলা নৌকার ছবি৷ বর্তমানে ক্লাবে সঞ্জীব গোয়েঙ্কা, মোহনবাগান এ সি এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের শেয়ার যথাক্রমে ৬৮, ১৯.৯৯ এবং ৪ শতাংশ৷
  • নিজের ৭১ তম জন্মদিনে ৩৫ জন দুস্থ শিশুর হার্ট সার্জারির ব্যয়ভার বহনের সিদ্ধান্ত জানালেন সুনীল গাভাসকর৷

 

 

লাইভ টিভি দেখুন : https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল