কারেন্ট অ্যাফেয়ার্স ১০ ডিসেম্বর, ২০১৭

615
2
current-affairs-10dec2017-picture

জাতীয়

  • জম্মু ও কাশ্মীরে নিরাপত্তারক্ষীদের ছোড়া ছররা গুলির আঘাতে জখম ব্যক্তিদের নিয়ে তথ্যচিত্র করতে এসে গ্রেপ্তার হতে হল ফরাসি সাংবাদিক পোল কোমিতিকে।
  • বিমানে দিল্লি থেকে মুম্বাই যাওয়ার পথে এক যাত্রীর দ্বারা লাঞ্ছিত হওয়ার অভিযোগ করলেন কিশোরী অভিনেত্রী জাইরা ওয়াসিম।

আন্তর্জাতিক

  • ইরাকের প্রধানন্ত্রী হায়দর আল আবাদি তাঁর দেশকে আইএস মুক্ত বলে ঘোষণা করলেন।
  • লণ্ডনের কেসিংটন প্রদেশে প্রাক্তন যুবরানি ডায়নার মূর্তি বসানোর সিদ্ধান্ত জানানো হল। ইয়ান র‍্যাঙ্ক-ব্রডলে ওই মূর্তি নির্মাণ করবেন। ব্রিটিশ মুদ্রার পিছনে রানির মুখটির স্থাপত্য কীর্তিও তাঁরই সৃষ্টি।

খেলা

  • বিশ্ব হকি লিগ ফাইনালে ব্রোঞ্জ জিতল ভারত। সেমিফাইনালে হারের পর তৃতীয় ও চতুর্থ স্থান নির্ধারণের ম্যাচে ভারত ২-১ গোলে হারিয়ে দিল জার্মানিকে। এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল অস্ট্রেলিয়া। এদিন ফাইনালে তারা ২-১ গোলে হারাল আর্জেন্টিনাকে।
  • ধর্মশালায় শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম একদিনের ম্যাচেই ৭ উইকেটে হার মানল ভারত। রোহিত শর্মার নেতৃত্বে খেলে ভারত এদিন গুটিয়ে গেল মাত্র ১১২ রানে। শ্রীলঙ্কা মাত্র ২০.৪ ওভারেই জয়ের রান তুলে নিল। দেশের মাটিতে এটি ভারতের সর্বনিম্ন স্কোর। এদিন একসময় ভারতের স্কোর ছিল ১৬/৫। ভারতের প্রথম ৫ ব্যাটসম্যানের রান ১৩ যা একদিনের ক্রিকেটে নতুন নজির।
  • এশিয়ান এয়ারগান চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতলেন ভারতের জিতু রাই ও হিনা সিধু।

বিবিধ

  • রেলরক্ষী বাহিনীর জওয়ানদের জন্য দূরপাল্লার ট্রেনে এস ১ কামরার ৬৩ নং শয্যাটি চিহ্নিত করল রেলমন্ত্রক। প্রহরারত আরপিএফ বা জিআরপি কর্মীরা ওই আসন পাবেন।
  • অসমের শোণিতপুর জেলার বালিপাড়ায় আপ নাহারলাগুন এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হল ৫টি পূর্ণবয়স্ক হাতির।