কারেন্ট অ্যাফেয়ার্স ১০ মার্চ ২০২০

633
0

আন্তর্জাতিক

  • বাংলাদেশের জাতীয় স্লোগান হল জয় বাংলা। বাংলাদেশ হাইকোর্ট এই রায় দিল। ফলে বক্তৃতার শেষে জয় বাংলা বলতে হবে, শিক্ষাপ্রতিষ্ঠানে প্রার্থনার পরেও এই ধ্বনি দিতে হবে।
  • সমগ্র ইতালিকেই কোয়ারেন্টাইন বা ঘরবন্দি ঘোষণা করলেন সেখানকার প্রধানমন্ত্রী জোসেপ্পে কোন্তে। গত কয়েকদিনের করোনা ভাইরাস সংক্রমণে ইতালিতে ৬৩১ জনের মৃত্যু হয়েছে। বিশ্বজুড়ে মৃতের সংখ্যা বেড়ে  হয়েছে ৪২৫৭। আক্রান্ত হয়েছেন ১,১৬,৯৯২ জন। তবে চিনে সংক্রমণের হার কমছে।

জাতীয়

  • ভারতে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৫৯। কেরলে ১২ জনের দেহে সংক্রমণের সন্ধান পাওয়া গেল। সেখানে ৩১ মার্চ পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান, সিনেমা হল বন্ধ রাখার সিদ্ধান্ত জানালেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।
  • জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার নেতৃত্বে মধ্যপ্রদেশে কংগ্রেসের ২২ জন বিধায়ক দল ছাড়লেন। ২৩০ আসনের বিধানসভায় শাসক কংগ্রেস জোটে ছিলেন ১২০ জন বিধায়ক। বিরোধী বিজেপির বিধায়ক সংখ্যা ১০৮।

বিবিধ

  • এইচআইভি আক্রান্ত হওয়ার পর দীর্ঘ ও জটিল চিকিৎসায় পুরোপুরি সংক্রমণ মুক্ত হলেন বিশ্বের দ্বিতীয় ব্যক্তি। এতদিন তাঁকে লন্ডন পেশেন্ট বলা হত। এদিন তাঁর পরিচয় প্রকাশ করা হল। তাঁর নাম অ্যাডাম কাস্টিলেজো। এক্ষেত্রে প্রথম ব্যক্তির নাম টিমোথি ব্রাউন। যাঁকে বলা হল বার্লিন পেশেন্ট। ১৭ বছরের চিকিৎসায় সুস্থ হয়ে অ্যাডাম নিজেকে ‘আশার দূত’ হিসাবে তুলে ধরতে চান।
  • চলতি অর্থবর্ষে রেকর্ড ৪০২টি রেল ইঞ্জিন তৈরি করল চিত্তরঞ্জন লোকোমোটিভস ওয়ার্কস।
  • তেলের দাম কমায় এশিয়ার দ্বিতীয় ধনী ব্যক্তির স্থানে অবনমন হল মুকেশ অম্বানীর। প্রথম স্থানে উঠে এলেন আলিবাবা সংস্থার প্রতিষ্ঠাতা জ্যাক মা।

খেলা

  • কল্যাণীতে আই লিগের ম্যাচে মোহনবাগান ১-০ গোলে হারাল আইজল এফসিকে। ফলে ১৬ ম্যাচে তাদের পয়েন্ট হল ৩৯। দ্বিতীয় স্থানে থাকা ইস্টবেঙ্গলের ১৬ ম্যাচে পয়েন্ট ২৩। অর্থাৎ ৪ ম্যাচ বাকি থাকতেই আইলিগ চ্যাম্পিয়ন হয়ে গেল মোহনবাগান। এই নিয়ে তারা পঞ্চমবার খেতাব জিতল (১৯৯৮, ২০০০, ২০০২, ২০১৫ ও ২০২০)। ডেম্পো স্পোর্টিংয়ের ৫ বার আই লিগ জেতার নজির স্পর্শ করল তারা। কিবু ভিকুনার প্রশিক্ষণে এবার টানা ১৪ ম্যাচ অপরাজিত রয়েছে তারা।
  • রঞ্জি ট্রফি ফাইনালে ম্যাচের দ্বিতীয় দিনের পর সৌরাষ্ট্রের প্রথম ইনিংসে দাঁড়াল ৮ উইকেটে ৩৪৮ রান।