কারেন্ট অ্যাফেয়ার্স ১১ মার্চ ২০২০

545
0

আন্তর্জাতিক

  • করোনাভাইরাস সংক্রমণকে প্যান্ডেমিক বা বহুব্যাপক মহামারী বলে ঘোষণা করল বিশ্বস্বাস্থ্য সংস্থা। এই রোগে বেলজিয়াম ও আয়ারল্যান্ডেও প্রথম মৃত্যুর ঘটনা ঘটল। চিন, ইতালি, ও ইরানে যথাক্রমে ৩১৫৮, ৬৩১ ও ৩৫৪ জনের মৃত্যু হয়েছে এই সংক্রমণে। মার্কিন যুক্তরাষ্ট্রের ৯টি প্রদেশে জরুরি অবস্থা জারি করা হল। বিশ্বের শতাধিক দেশে এই সংক্রমণে ৪৩৮২ জনের মৃত্যু হয়েছে।
  • হলিউডের প্রযোজক হার্ভি ওয়াইনস্টিনকে ২৩ বছরের কারাদণ্ড দিল নিউ ইয়র্কের একটি আদালত। এখন তার বয়স ৬৭ বছর। হার্ভির বিরুদ্ধে যৌন নিগ্রহের গুচ্ছ-গুচ্ছ অভিযোগ রয়েছে। তারই একটি মামলায় এদিন রায় দেওয়া হল।

 

জাতীয়

  • ভারতে করোনাভাইরাস সংক্রমণ হয়েছে এমন ব্যক্তির সংখ্যা ৬৮। এই পরিস্থিতিতে ১৩ মার্চ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত বিদেশিদের পর্যটন ভিসা বাতিল করল কেন্দ্রীয় সরকার। কেবল কূটনৈতিক কারণ বা কাজের জন্যই ভারতে আসা যাবে। তাও চিন, ইতালি, ইরান, দক্ষিণ কোরিয়া, ফ্রান্স, জার্মানি ও স্পেন তেকে ভারতে এলে দেশি ও বিদেশি প্রত্যেকের জন্যই ১৪ দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করা হল।

 

বিবিধ

  • অভিনেতা সন্তু মুখোপাধ্যায়ের (৬৯) জীবনাবসান হল। নাটক, থিয়েটার, চলচ্চিত্র, ধারাবাহিকে দীর্ঘ কয়েক দশক ধরে তিনি অভিনয় করেছেন। তরুণ মজুমদারের ‘সংসার সীমান্তে’ ছবিতে অভিনয়ের মাধ্যমে তিনি চলচ্চিত্রে অভিনয়ে পা রাখেন। নায়ক চরিত্রে প্রথম অভিনয় করেন তপন সিংহের ‘রাজা’ ছবিতে। গণদেবতা, হারমোনিয়াম প্রভৃতি অসংখ্য ছবিতে তিনি অভিনয় করেছেন।

 

খেলা

  • রাজকোটে রঞ্জি ট্রফির ফাইনালে প্রথম ইনিংসে ৪২৫ রান করল সৌরাষ্ট্র। জবাবে বাংলা ৩ উইকেট হারিয়ে ১৩৪ রান করল। বাংলার মনোজ তেওয়ারির এটি শততম রঞ্জি ম্যাচ। সুদীপ ঘরামির অভিষেক ম্যাচ।
  • জাতীয় স্নুকার চ্যাম্পিয়নশিপের ফাইনালে পহ্কজ আদবানি ৭-৩ ফলে হারালেন ঈশপ্রীত সিনহাকে। এই নিয়ে ৩৪ বার স্নুকার জাতীয় চ্যাম্পিয়ন হলেন ৩৪ বছর বয়সী পঙ্কজ।