কারেন্ট অ্যাফেয়ার্স ১২ আগস্ট ২০১৯

804
0
Current Affairs 12th October

আন্তর্জাতিক

  • সরকার বিরোধী বিক্ষোভে প্রায় দিনভর উড়ান বাতিল করা হল হংকং বিমান বন্দরে। বিক্ষোভকারীরা তিন দিন ধরেই অবস্থান করেছিলেন সেখানে। এদিন কালো পোশাক পরে তাঁরা বিমানের ‘অ্যারাইভাল  এরিয়ার’ দখল নিয়ে নেয়।
  • জেরুজালেমের ওয়েস্টার্ন ওয়ালে ১০৪তম জন্মদিন পালন করলেন সোনানা ওভিতজ। এই বৃদ্ধা আউশভিতসের কনসেনট্রেশন ক্যাম্প থেকে জীবিত অবস্থায় ফিরেছিলেন। জন্মদিনে উপস্থিত হয়ে তাঁকে শুভেচ্ছা জানালেন রক্তের সম্পর্কের সব উত্তরপুরুষ। সংখ্যায় তাঁরা প্রায় ৪০০।
  • সরকারি বিরোধী মিছিলের দাবি না দেখানোর জন্য গুগুলকে বলল রুশ প্রশাসন।মাসাধিককাল ধরে সরকার বিরোধী বিক্ষোভ চলছে রাশিয়ায়।

জাতীয়

  • চিনের উপরাষ্ট্রপতি ওয়াং কিশাং এবং বিদেশমন্ত্রী ওয়াং ইয়াইয়ের সঙ্গে বৈঠক করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর । দুদেশের মধ্যে চারটি চুক্তি স্বাক্ষরিত হল এই বৈঠকে।
  • ইন্ডিয়ান ন্যাশনাল সায়েন্স আকাদেমির সভাপতি নির্বাচিত হলেন বাঙালি বিজ্ঞানী চন্দ্রিমা সাহা। এই প্রথম কোনো মহিলা এই পদে বসলেন।

বিবিধ

  • রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ৪২তম বার্ষিক সাধারণ সভায় একগুচ্ছ সিদ্দান্ত ঘোষণা করলেন সংস্থার কর্ণধার মুকেশ আম্বানি। তারমধ্যে একটি হল ৫ সেপ্টেম্বর থেকে তার মধ্যে একটি হল তারযুক্ত ব্রডব্যান্ড `জিয়ো ফাইবার’ পরিষেবা চালু করা।অন্য একটি হল সংস্থার জ্বালানি, তেল ও রাসায়নিক ব্যবসার ২০ শতাংশ সৌদি আরবের তেল সংস্থা অ্যারামকোকে বিক্রি করা। এতে ২,৮৮,২৪৩ কোটি টাকার ঋণ ১৮ মাসে শূন্যে নেমে আসবে বলে তিনি জানালেন।
  • ১৯৭৩ সালে রিচার্ড নিকসনের আমলের বন্যপ্রাণ আইনে কিছু পরিবর্তনের কথা জানালেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। খরচ কমানোর জন্য এই পরিবর্তন। এতে একাধিক বিলুপ্তপ্রায় প্রাণী নিশ্চিন্ন হয়ে যাওয়ার আশঙ্কা করছেন প্রকৃতিবিদরা।

খেলা

  • ২০২৮ সালের অলিম্পিকে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে বলে জানালেন এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির চেয়ারম্যান মাইক গ্যাটিং।
  • টানা ষষ্ঠবার ইউএস জিমন্যাস্টিক্সে চ্যাম্পিয়ন হলেন সিমোন বাইলস। তিনি ক্লারা লোমাটির রেকর্ড স্পর্শ করলেন।
  • ৩৮ বছর পর ইস্টবেঙ্গল তাঁবুতে পা রাখলেন প্রাক্তন ফুটবলার মজিদ বাসকর। ক্লাবের ‘পঞ্চপাণ্ডব’-এর একজন তিনি। ইস্টবেঙ্গলের শতবর্ষ উপলক্ষে ইরান থেকে আমন্ত্রিত হয়ে উৎসবে যোগ দিতে এলেন মজিদ।
  • মন্ট্রিল ওপেনে পুরুষদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হলেন রাফায়েল নাদাল। এই নিয়ে পঞ্চমবার তিনি এই ট্রফি জিতলেন।