কারেন্ট অ্যাফেয়ার্স ১২ জুন ২০২০

850
0

আন্তর্জাতিক

  • সমগ্র বিশ্বে করোনা ভাইরাসে ৭৬,৭৭,১৯৩ জন,আক্রান্ত,হয়েছেন৷ মৃত্যু হয়েছে ৪,২৬,০৫৬ জনের৷ শুধু মার্কিন যুক্তরাষ্ট্রেই ১,১৩,৮২২ জনের প্রাণ কেড়েছে করোনা৷ আক্রান্ত হয়েছেন ২০ লক্ষ ২৩ হাজার জন৷ ব্রাজিলে মৃতের সংখ্যা ৪০ হাজার অতিক্রম করে গেল৷ আক্রান্ত ৮ লক্ষাধিক মানুষ৷ আক্রান্ত ও মৃতের সংখ্যায় তারা পৌঁছে গেল দ্বিতীয় স্থানে৷ ৩ কোটি নাগরিকের দেশ পেরুতে ২ লক্ষাধিক মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন, প্রাণ হারিয়েছেন প্রায় ৬ হাজার জন৷
  • নেপাল আর্মড পুলিশ ফোর্সের গুলিতে মৃত্যু হল বিকাশ যাদব নামে একজন ভারতীয় যুবকের৷ বিহারের সীতামারি ও নেপালের সারলাহি গ্রাম সংলগ্ন স্থানে সীমান্ত অতিক্রম করা নিয়ে একদল ভারতীয়ের সঙ্গে বচসা বাধে নেপালের সীমান্ত রক্ষকদের৷

 

জাতীয়

  • দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাস সংক্রমণ হয়েছে ১০,৯৫৬ জনের৷ দেশে এই প্রথম একদিনে ১০ হাজারের বেশি লোক সংক্রমিত হলেন৷ মোট আক্রান্ত ২,৯৭,৫৩৫ জন৷ মোট আক্রান্ত সংখ্যায় ব্রিটেনকে টপকে বিশ্বে চতুর্থ স্থানে উঠে এল ভারত৷ গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৯৬ জনের৷ দেশে করোনায় মোট প্রাণহানি হয়েছে ৮,৪৯৮ জনের৷ সুস্থতার হার ৪৯.৪৭ শতাংশ৷ এদিকে ইরানে আটকে পড়া ২৩৩ জন ভারতীয়কে নিয়ে দেশে ফিরল নৌবাহিনীর জাহাজ ‘শার্দুল’৷ এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সমুদ্রসেতু’৷ অন্যদিকে ভারতীয় রেল যে ৫,২৩১টি কামরাকে কোভিড কোচে পরিবর্তিত করেছিল তার বিশেষ চাহিদা দেখা যায়নি৷

 

বিবিধ

  • ২০২০ সালের ওয়ার্ল্ড ফুড পুরস্কার পেলেন বিশিষ্ট ভূমিবিজ্ঞানী রতন লাল৷ কৃষিক্ষেত্রে এটি বিশ্বের সর্বোচ্চ সম্মান হিসাবে বিবেচিত৷ ভারতীয় বংশোদ্ভূত এই বিজ্ঞানী গত ৫ দশক ধরে ৪টি মহাদেশে মাটি ও কৃষিকাজ নিয়ে গবেষণা করছেন৷
  • পরপর ৬দিন বাড়ল পেট্রোপণ্যের দাম৷৷ কলকাতায় এই ৬ দিনে পেট্রোল ও ডিজেলে প্রতিলিটারে যথাক্রমে ৩ টাকা ১১ পয়সা এবং ৩ টাকা ৮ পয়সা বৃদ্ধি হয়েছে৷

 

 

খেলা

  • আগস্ট মাসে ভারতীয় ক্রিকেট দলের জিম্বাবোয়ে সফর বাতিল করে দিল বিসিসিআই৷ এর আগে জুন-জুলাইয়ের শ্রীলঙ্কা সফরও বাতিল করা হয়েছে৷
  • ইউএস ওপেনের টুর্নামেন্ট ডিরেক্টর নিযুক্ত হলেন স্টেসি অ্যালেস্টার৷ এই প্রথম কোনো মহিলা এই পদে নিযুক্ত হলেন৷
  • ফিফা র‍্যাঙ্কিংয়ে বিশ্ব ফুটবলে প্রথম ৩টি স্থানে রয়েছে বেলজিয়াম, ফ্রান্স, ব্রাজিল৷ ভারতের ক্রম ১০৮৷
  • নামের জন্য আলোচনায় চলে এলেন মেক্সিকান ফুটবলার জেসুস ম্যানুয়েল করোনা৷ স্প্যানিশ ভাষায় করোনা শব্দের অর্থ মুকুট৷