কারেন্ট অ্যাফেয়ার্স ১২ ডিসেম্বর ২০১৯

504
0

আন্তর্জাতিক  

  • পশ্চিম আফ্রিকার নিজেরে প্রদেশের সেনাদের শিবিরে জঙ্গি হামলায় ৭০ জনের মৃত্যু হল।এই প্রথম নিজেরেতে কোনো সন্ত্রাসবাদী হামলা হল।
  • সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হল ব্রিটেন।ভোট নেওয়া হল ৬৫০ আসনে। গত ৫ বছরের মধ্যে এটি তৃতীয় বার সাধারণ নির্বাচন। রানি এলিজাবেথের শাসনকালে এটি অষ্টাদশ সাধারণ নির্বাচন। এর আগে ১৯২৩ সালে শেষবার ডিসেম্বর মাসে উৎসবের মরসুমে ভোট নেওয়া হয়েছিল।
  • দ্য হেগ-এ আন্তর্জাতিক ফৌজদারি আদালতে রোহিঙ্গাদের বিরুদ্ধে মায়ানমার সরকারের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ করল গাম্বিয়া।এই অভিযোগকে ‘বিভ্রান্তিকর’ বলে দাবি করলেন আং সান সু কি। তাঁর দাবি হিংসা বন্ধ হয়েছে, দোষী সেনাদের শাস্তি দেওয়া হয়েছে। ৭ লক্ষ শরণার্থীকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলেও দাবি করেছেন তিনি।

 

জাতীয়

  • নাগরিকত্ব সংশোধনী বিলে সই করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তার ফলে ওই বিল আইনে পরিণত হল। এর প্রতিবাদে বিক্ষোভের জেরে অসমের পরিস্থিতি অগ্নিগর্ভ। সেখানে ৩ জনের মৃত্যু হল। বিস্তৃত এলাকায় বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবা। গুয়াহাটির পুলিশ কমিশনার দীপক কুমারকে সরিয়ে দিল প্রশাসন। এদিনই দুটি পৃথক অনুষ্ঠানে ভারতে আসার কথা ছিল বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান এবং বিদেশমন্ত্রী এ কে আব্দুল মোমেনের। দুজনই সফর বাতিল করলেন।অন্যদিকে এই আইনের প্রতিবাদে ২০১১ সালে পাওয়া সাহিত্য আকাদেমি পুরস্কার ফিরিয়ে দিলেন প্রবীণ উর্দু সাংবাদিক ও লেখিকা শিরিন দলভি।
  • অযোধ্যা সংক্রান্ত সাংবিধানিক বেঞ্চের রায়ের পুনর্বিবেচনার যাবতীয় আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট।

 

বিবিধ

  • প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় রান্নার গ্যাস কেনার ক্ষেত্রে গুচ্ছ-গুচ্ছ অনিয়মের অভিযোগ করল কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের রিপোর্ট। একদিনে ১৩০০ পরিবার ১২টি করে সিলিন্ডার কিনেছে যা দারিদ্রসীমার নীচে থাকা পরিবারগুলির পক্ষে কার্যত অসম্ভব বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
  • নভেম্বর মাসে শিল্পের উৎপাদন কমল ৫.৫ শতাংশ। এই নিয়ে পরপর তিন মাসে উৎপাদন সরাসরি হ্রাস পেল।

 

খেলা

  • পারথ টেস্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শতরান করলেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান মার্নাস লাবুসানে। এই নিয়ে তিনি পর-পর তিনটি টেস্টে শতরান করলেন।
  • চ্যাম্পিয়ন্স লিগে লেভারকুসেনের বিরুদ্ধে জুভেন্টাসের হয়ে গোল করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। চ্যাম্পিয়ন্স লিগে এটি তাঁর ১২৮তম গোল।
  • ভারতে লা লিগার ব্র্যান্ড অ্যাম্বাসাডার নিযুক্ত হলেন ক্রিকেটার রোহিত শর্মা। ফুটবলার না হলেও এই প্রথমবার বিশ্বের কোনো খেলোয়াড় এই সম্মান পেলেন।
  • দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের নতুন ডিরেক্টর হলেন গ্রাহাম স্মিথ।