কারেন্ট অ্যাফেয়ার্স ১৩ জুলাই ২০১৮

1205
0

জাতীয়

  • ২০১৯ সালের সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রধান অতিথি হওয়ার জন্য কেন্দ্রীয় সরকার মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে আমন্ত্রণ জানিয়েছে বলে এদিন জানানো হল। ২০১৫ সালে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হয়েছিলেন তখনকার মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামা। এদিকে ভারত-মার্কিন যুক্তরাষ্ট্রের স্থগিত থাকা ‘টু প্লাস টু’ বৈঠক সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হবে বলে জানালেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন।

আন্তর্জাতিক

  • পাকিস্তানে দুটি নির্বাচনী জনসভায় বিস্ফোরণে শতাধিক মানুষের মৃত্যু হল। বালুচিস্তান প্রদেশের মাসতুং জেলায় বালুচিস্তান আওয়ামি পার্টির সমাবেশে এক শক্তিশালী বিস্ফোরণে মৃত্যু হল ১২৮ জনের। নিহতদের মধ্যে রয়েছেন বালুচিস্তানের প্রাক্তন মুখ্যমন্ত্রী নবাব আসলান রায়সনির ভাই সিরাজ। খাইবার পাখতুনখোওয়া প্রদেশের বান্নুতে মুত্তাহিদা মজলিস আমল দলের সভায় বিস্ফোরণেও ৮ জনের মৃত্যু হল।
  • পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এবং তাঁর কন্যা মরিয়মকে গ্রেপ্তার করল পাকিস্তান পুলিশের দুর্নীতি দমন শাখা ‘ন্যাব’। অসুস্থ স্ত্রী কুলসুমকে দেখতে লন্ডন গিয়েছিলেন শরিফ। তাঁর স্ত্রী এখন রয়েছেন ভেন্টিলেশনে। এদিন লাহোর বিমান থেকে নামতেই গ্রেপ্তার করা হয় দুজনকে। পানামা দুর্নীতি মামলায় শরিফকে ১০ বছর ও মরিয়মকে ৭ বছর কারাদণ্ড দিয়েছে পাক দুর্নীতি দমন আদালত।
  • ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে বৈঠক করলেন ব্রিটেনে সফররত মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। অন্যদিকে লন্ডনের ট্রাফালগার স্কোয়্যারে ট্রাম্পের শরণার্থী নীতির বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন লক্ষাধিক মানুষ।

খেলা

  • উইম্বলডনের ইতিহাসে দ্বিতীয় দীর্ঘতম ম্যাচ তথা দীর্ঘতম সেমিফাইনাল ম্যাচ খেললেন জন ইসনার ও কেভিন অ্যান্ডারসন। পুরুষদের সিঙ্গলসে ৬ ঘণ্টা ৩৫ মিনিটের এই ম্যাচে ৭-৬(৮-৬), ৬-৭(৫-৭), ৬-৭(৯-১১), ৬-৪, ২৬-২৪ ব্যবধানে জয়ী হলেন অ্যান্ডারসন। উইম্বলডনে ৬ ম্যাচে ২১৪টি ‘এস’ মেরেছেন ইসনার। ২০১০ সালে উইম্বলডনে ইসনার ও নিকোলাস মাহুতের ১১ ঘণ্টা ৫ মিনিটের ম্যাচই এখনও পর্যন্ত দীর্ঘতম ম্যাচ।
  • গল-এ শ্রীলঙ্কার বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম টেস্টে প্রথম ইনিংসে মাত্র ১২৬ রান করতে সমর্থ হল।
  • ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলকে ১-০ ব্যবধানে হারিয়ে ৪ দিনের ম্যাচের সিরিজ জিতল ভারত ‘এ’। একদিনের সিরিজও জিতেছিল ভারত ‘এ’।
  • থাইল্যান্ড ওপেনের সেমিফাইনালে উঠলেন পি ভি সিন্ধু। তিনি কোয়ার্টার ফাইনালে হারালেন দ্বিতীয় বাছা€ই সোনিয়া চিয়াহকে।
  • ২০২২ সালে কাতারে বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা শীতকালে (২১ নভেম্বর–১৮ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে বলে এদিন জানালেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
  • আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের জাতীয় দলের প্রাক্তন সদস্য মহম্মদ কাইফ।

বিবিধ

  • গত জুন মাসে ভারতের রপ্তানি ১৭.৫৭ শতাংশ বেড়ে হয়েছে ২৭৭০ কোটি ডলার। অন্যদিকে আমদানি ২১.৩১ শতাংশ বেড়ে হল ৪৪৩০ কোটি ডলার। আমদানি খাতে বৃদ্ধির কারণ পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি। এর ফলে ওই মাসে ভারতের বাণিজ্য ঘাটতি বেড়ে হল ১৬৬০ কোটি ডলার যা গত ৪৩ মাসে সর্বোচ্চ। এই তথ্য কেন্দ্রীয় পরিসংখ্যান মন্ত্রক প্রকাশ করল।
  • গত জুন মাসে চিনের সঙ্গে বাণিজ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি ২৮৯৭ কোটি ডলার ছিল বলে জানা গেল, এই পরিমাণ ঘাটতি একটি রেকর্ড।
  • গণিতজ্ঞ কেশব চন্দ্র নাগের ১২৫তম জন্মবার্ষিকী পালিত হল।