কারেন্ট অ্যাফেয়ার্স ১৩ ডিসেম্বর, ২০১৮

914
0
Current Affairs 13 Decm 2018

আন্তর্জাতিক

  • দক্ষিণ আফ্রিকার ঘানা থেকে সরানো হল মহাত্মা গান্ধীর মূর্তি। ২০১৬ সালে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের দক্ষিণ আফ্রিকা সফরের সময় ওই মূর্তি প্রতিষ্ঠিত হয়েছিল। সেই সময় থেকেই ‘গান্ধী মাস্ট ফল’ আন্দোলন শুরু হয়। গান্ধীকে জাতিবিদ্বেষী বলে অভিযোগ উঠেছে। অভিযোগ, তাঁর লেখায় ‘কালো আফ্রিকানদের থেকে ভারতীয়রা অনেক অনেক উচ্চস্তরে’ ধরনের মন্তব্য রয়েছে। ২০০৬ সালে জোহানেসবার্গও একই ধরনের অভিযোগে বিক্ষোভ হয়েছিল।
  • অক্টোবর মাসে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি মৈত্রিপালা সিরিসেনার সংসদ অধিবেশন ভাঙার সিদ্ধান্ত অসাংবিধানিক ছিল বলে মন্তব্য করল সে দেশের সুপ্রিম কোর্ট।
  • ব্রিটেনের সংসদে আস্থা ভোটে জয়ী হলেন কনজারভেটিভ পার্টির নেত্রী তথা ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে।

জাতীয়

  • মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে কমলনাথ বসবেন বলে জানাল কংগ্রেস। অন্যদিকে দ্বিতীয়বারের জন্য তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন টিআরএস নেতা চন্দ্রশেখর রাও।
  • মেঘালয়ের পূর্ব জয়ন্তিয়া পার্বত্য জেলায় অবৈধ খনিতে আটকে পড়েছেন ১৩ জন। গোপনে ‘র‍্যাট হোল মাইনিং’ পদ্ধতিতে কয়লা তোলা শুরু করেছিলেন তাঁরা।
  • মিজোরাম বিধানসভায় জয়ী ৪০ জন বিধায়কের মধ্যে ৩৬ জনই কোটিপতি। সদ্য জয়ী বিধায়কদের মিলিত সম্পদের পরিমাণও বৃদ্ধি পেয়েছে।

বিবিধ

  • পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বোন আলিমা খানুমকে প্রায় ৩ হাজার কাটি টাকার কর ও জরিমানা এক সপ্তাহের মধ্যে জমা করতে নির্দেশ দিল পাক সুপ্রিম কোর্ট। বিদেশে সম্পদ রাখার অভিযোগে যে ৪৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হল তাঁদের মধ্যে অন্যতম আলিমা।
  • ১৩ হাজার কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতিতে অভিযুক্ত নীরব চোকসির বিরুদ্ধে রেড কর্নার নেটিস জারি করল ইন্টারপোল।

খেলা

  • বিশ্বকাপ হকির কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম ২-১ গোলে হারাল ২ বারের চ্যাম্পিয়ন দল জার্মানিকে। অন্য ম্যাচে নেদারল্যান্ডসের কাছে ২-১ গোলে হারল ভারত। হকি বিশ্বকাপে কোনোদিন ভারত নেদারল্যান্ডসকে হারাতে পারেনি।
  • ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসে পিভি সিন্ধু হারালেন বিশ্বের এক নম্বর চাইনিজ তাইপের খেলোয়াড় তাই জু ইংকে । সমীর বর্মা হারালেন ইন্দোনেশিয়ার টমি সুগিয়াতোকিকে।