কারেন্ট অ্যাফেয়ার্স ১৩ নভেম্বর, ২০১৮

681
0
Current Affair 13 Nov 2018

আন্তর্জাতিক

  • শ্রীলঙ্কার রাষ্ট্রপতি মাহিন্দা রাজাপক্ষে সংসদ ভেঙে দেওয়ার যে নির্দেশ দিয়েছিলেন তাতে স্থগিতাদেশ দিল সেখানকার সুপ্রিম কোর্ট। এর পরই সংসদের অধিবেশন ডাকলেন অধ্যক্ষ।
  • অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সংস্থা আং সাং সু-কিকে তাদের দেওয়া সর্বোচ্চ মানবাধিকার পুরস্কার ‘অ্যাম্বাসাডার অব কনশায়েন্স’ ফিরিয়ে নিচ্ছে বলে জানানো হল। রোহিঙ্গাদের ওপর মায়ানমারে যে নিপীড়ন চলেছে তাতে সু কি-র নীরবতার জন্যই এই পদক্ষেপ।
  • গাজা ভূখণ্ডে ইজরায়েলের ছোড়া রকেটে ৬ জন প্যালেস্তিনীয়র মৃত্যু হল। প্যালেস্তিনীয় জঙ্গি গোষ্ঠী হামাসও পাল্টা আক্রমণ চালাল। ফলে দীর্ঘদিন পর পুনরায় যুদ্ধপরিস্থিতি তৈরি হল গাজায়।

জাতীয়

  • তামিলনাড়ু উপকূলে ঘূণির্ঝড় আছড়ে পড়তে পারে বলে সতর্ক করল আবহাওয়া দপ্তর। এই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে ‘গজ’।
  • দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে নিয়ে শশী থারুরের লেখা ‘নেহরু দি ইনভেনশন অব ইন্ডিয়া’ বইটি আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করলেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী।

বিবিধ

  • রাষ্ট্রায়ত্ত ইউনিয়ন ব্যাঙ্ক অব ইন্ডিয়া তাদের প্রতিষ্ঠার শতবর্ষ উদ্‌যাপন করল।
  • জাপানের শীর্ষ ব্যাঙ্ক-এর সম্পদের পরিমাণ ৫৫৩.৬ লক্ষ কোটি ইয়েন বা ৪.৮৭ লক্ষ কোটি ডলার। জাপানের যে বার্ষিক জাতীয় আয় (৫৫২.৮২ লক্ষ কোটি ইয়েন) তার থেকেও এই সম্পদ বেশি। ব্যাঙ্ক অব জাপান এদিন এক বিবৃতিতে এই তথ্য জানাল। জি ৭ গোষ্ঠীভুক্ত দেশগুলির মধ্যে প্রথম এমন ঘটনা ঘটল। অতীতে সুইজারল্যান্ডের শীর্ষ ব্যাঙ্ক একবার মাত্র এই নজির ঘটিয়েছিল।

খেলা

  • রঞ্জি ট্রফির ম্যাচে বাংলার হয়ে দ্বিশতরান করলেন বাংলা দলের অধিনায়ক মনোজ তেওয়ারি। এদিন তিনি মধ্যপ্রদেশের বিরুদ্ধে করলেন অপরাজিত ২০১ রান।
  • আই লিগে চেন্নাই সিটি এফসি-র কাছে ২-১ গোলে হেরে গেল ইস্টবেঙ্গল।
  • অলিম্পিকে যোগ্যতা পর্বের দ্বিতীয় রাউন্ডে উঠল ভারতের মহিলা ফুটবল দল। এই প্রথম এই স্তরে পৌঁছল তারা।
  • মার্কিন যুক্তরাষ্ট্রে মেজর লিগ সকারে শ্রেষ্ঠ নবাগত তারকার সম্মান পেলেন জলাটন ইব্রাহিমোভিচ।