কারেন্ট অ্যাফেয়ার্স ১৪ জুন, ২০১৯

533
0
Current Affairs 14 June 2019

আন্তর্জাতিক

  • এভারেস্ট শৃঙ্গ সংলগ্ন অঞ্চলে আবহওয়া কেন্দ্র স্থাপন করল নেপাল। স্বয়ংক্রিয় আবহাওয়া কেন্দ্রটি ২৭,৬৫৭ ফুট উচ্চতায় অবস্থিত। ত্রিভুবন বিশ্ববিদ্যালয় এবং ন্যাশনাল জিয়োগ্রাফিক সোসাইটির উদ্যোগে এটি তৈরি হয়েছে।
  • কর্মক্ষেত্রে সমান মজুরির দাবিতে সুইজারল্যান্ডের মহিলারা আন্দোলন শুরু করলেন। সেখানে পুরুষদের তুলনায় তাঁদের মজুরি ১৯.৬ শতাংশ কম। ‘পে, টাইম, রেসপেক্ট’ স্লোগান দিয়ে তাঁরা আন্দোলন শুরু করেছেন।
  • মার্কিন রাজধানী ওয়াশিংটনে নাসার সদর দফতরের সামনে একটি রাস্তার নাম দেওয়া হল ‘হিডন ফিগারস ওয়ে’। হিডন ফিগার বলতে বোঝানো হয় মানব কম্পিউটার নামে পরিচিত ৩ কৃ্ষ্ণাঙ্গ মহিলা মহাকাশ বিজ্ঞানী ডরোথি ভন, ক্যাথরিন জনসন, মেরি জ্যাকসনকে। লোকচক্ষুর আড়ালে থেকে তাঁদের বিপুল পরিশ্রমকেই স্বীকৃতি জানাল নাসা।

জাতীয়

  • ঝাড়খণ্ডের কুকুডেতে মাওবাদীদের হামলায় মৃত্যু হল ৫ জন পুলিশ কর্মীর। একটি হাট চলার সময় হামলা চালানো হয়।
  • সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সম্মিলিত লড়াইয়ের আবেদন জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বিবিধ

  • গত মে মাসে ভারতের রপ্তানি ৩.১৩ শতাংশ বৃদ্ধি পেয়ে হল ৩০০০ কোটি ডলার। আমদানি ৪.৩১ শতাংশ বেড়ে ৪৫৩৫কোটি ডলার হয়েছে। ফলে বাণিজ্য ঘাটতি হল ১৫৩৬ কোটি ডলার, যা গত ৬ মাসে সর্বোচ্চ। এই তথ্য প্রকাশ করল কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রক।
  • মে মাসে সার্বিক মূল্যবৃদ্ধি হয়েছে ২.৪৫ শতাংশ। গত এপ্রিলে তা ছিল ৩.০৭ শতাংশ। কেন্দ্রীয় পরিসংখ্যান মন্ত্রকের তথ্য অনুযায়ী মে মাসে সার্বিক মূল্যবৃদ্ধির হার গত ২২ মাসের মধ্যে সর্বাধিক।

খেলা

  • মেলবোর্নে অনুষ্ঠিত প্যাসিফিক ইন্টারন্যাশনাল স্নুকার বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপের রানার্স হলেন সৌরভ কোঠারি। চ্যাম্পিয়ন হলেন পিটার গিলক্রিস্ট।
  • বিশ্বকাপ ক্রিকেটে ইংল্যান্ড ৮ উইকেটে জয়ী হল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। ইংল্যান্ডের জো রুট ৯৪ বলে শতরান করে ম্যান অব দ্য ম্যাচ হলেন।
  • ফিফা বিশ্ব ফুটবল র‍্যাঙ্কিংয়ে ভারত পেল ১০১তম ক্রম। প্রথম তিনটি স্থান পেল যথাক্রমে বেলজিয়াম, ফ্রান্স, এবং ব্রাজিল।
  • এফআইএইচ হকি সেমিফাইনালে ভারত ৭-২ গোলে হারাল জাপানকে।