কারেন্ট অ্যাফেয়ার্স ১৬ নভেম্বর, ২০১৮

477
0
Current Affairs 16 Nov 2018

আন্তর্জাতিক

  • কিলোগ্রাম ওজনের পরিমাপের জগতে বিপ্লব ঘটে গেল। ফ্রান্সের ভার্সেই শহরে ৫০টিরও বেশি দেশের ভোটে ল্যো গ্রঁদকে নামক ইরিডিয়াম দণ্ডটির এক কিলোগ্রামের ধ্রুবকের  স্বীকৃতি বাতিল করা হল। মাক্স প্লাঙ্কের ধ্রুবককেই এখন থেকে মানা হবে।
  • ওয়াশিংটনে ফেডারেল ডিস্ট্রিক্ট কোর্টের নির্দেশে সিএনএনের সাংবাদিক জিম অ্যাকোস্টারকে হোয়াইট হাউসে প্রবেশের ‘প্রেস ব্যাজ’ ফিরিয়ে দিতে হল মার্কিন সরকারের পক্ষ থেকে। অপছন্দের প্রশ্ন করায় মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তাঁর প্রেস ব্যাজ ফিরিয়ে নিতে বলেছিলেন।
  • উন্নত প্রযুক্তির অস্ত্রে পরীক্ষার সংবাদ জানাল উত্তর কোরিয়ার পিয়ং ইয়ং প্রশাসন। শান্তি প্রক্রিয়ার মধ্যে তাদের এই কর্মসূচি নতুন প্রশ্নের জন্ম দিল।

জাতীয়

  • পশ্চিমবঙ্গের নতুন লোকায়ুক্ত নিযুক্ত হলেন প্রাক্তন বিচারপতি অসীম রায়। ৯ বছর পর রাজ্যে ফের লোকায়ুক্ত নিযুক্ত হলেন। রাজ্য তথ্য কমিশনের নতুন সদস্য নিযুক্ত হলেন রাজ কানোরিয়া। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিরোধী দলনেতা আব্দুল মান্নান এবং পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বৈঠক থেকে এই সিদ্ধান্ত নেওয়া হল। উল্লেখ্য, এ রাজ্যের প্রথম লোকায়ুক্ত আইন পাশ হয়েছিল ২০০৩ সালে। বামফ্রন্ট সরকার ২০০৬ সালে প্রথম লোকায়ুক্ত বিচারপতি নিযুক্ত করেছিল বিচারপতি সমরেশ বন্দোপাধ্যায়কে। বর্তমান সরকার সেই আইনের কিছু পরিবর্তন করে নিয়েছে।
  • সিবিআইকে ১৯৮৯ সালে দেওয়া সাধারণ সম্মতি প্রত্যাহার করল পশ্চিমবঙ্গ সরকার। এর ফলে এ রাজ্যে কর্মরত কোনো কেন্দ্রীয় সরকারি কর্মীর বিরুদ্ধে তদন্ত করতে হলে বা এ রাজ্যে কোনো কেন্দ্রীয় দপ্তরে তল্লা্সি চালাতে গেলে রাজ্য সরকারের কাছে আগাম অনুমতি নিতে হবে সিবিআইকে। এর আগে অন্ধ্রপ্রদেশও এই অনুমতি প্রত্যাহার করেছিল।
  • তামিলনাড়ু উপকূলে আছড়ে পড়ল ‘গজ’। মৃত্যু হল ২৩ জনের। ঘণ্টায় ১২০ কিমি বেগে আছড়ে পড়ল এই সামুদ্রিক ঝড়।

বিবিধ

  • নীরব মোদীর পিএনবি কেলেঙ্কারিতে অন্যতম অভিযুক্ত পিএনবির অবসরপ্রাপ্ত ডেপুটি ম্যানেজার গোকুলনাথ শেষ্ঠীর বিরুদ্ধে আয়ের সঙ্গে সংগতিহীন সম্পত্তির মামলা করল সিবিআই।
  • ভারত চিনিতে ভর্তুকি দিচ্ছে। তার ফলে বিশ্ব জুড়েই চিনির দাম কমছে। এই মর্মে বিশ্ব বাণিজ্য সংস্থায় ভারতের বিরুদ্ধে মামলা করল ডব্লুটিও।

খেলা

  • দেশের হয়ে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেললেন ওয়েন রুনি। তিনি গোল না পেলেও ইংল্যান্ড ৩-০ গোলে হারাল মার্কিন যুক্তরাষ্ট্রকে। দেশের হয়ে ১২০ ম্যাচে ৫৩টি গোল আছে রুনির। যা ইংল্যান্ডে একটি নজির।
  • উয়েফা নেশনস লিগে স্পেনকে ৩-২ গোলে হারাল ক্রোয়েশিয়া।
  • আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৫৬ বলে ৫১ রান করায় ভারতের মহিলা ক্রিকেটার মিতালি রাজের আন্তর্জাতিক টি২০তে রান হল ২২৮৩। তিনি ছাপিয়ে গেলেন বিরাট কোহলি (২১০২) এবং রোহিত শর্মাকে (২২০৭)।