কারেন্ট অ্যাফেয়ার্স ১৫ এপ্রিল ২০২০

639
0
current affairs

আন্তর্জাতিক

  • বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা কুড়ি লক্ষ অতিক্রম করে গেল৷ আক্রান্ত হয়েছেন ২০,৬৯,২৮০ জন৷ মৃত্যু হয়েছে ১,৩৩,৩৬২ জনের৷ ইতিমধ্যে বিভিন্ন দেশ আংশিক ভাবে লকডাউন প্রত্যাহার করেছে৷ বিশ্ব স্বাস্থ্যসংস্থা হু-ও লকডাউন তোলার ৬টি শর্ত জারি করল৷ এরই মধ্যে হু-কে অর্থসাহায্য বন্ধের সিদ্ধান্ত জানালেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প৷ তিনি হু-র বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ আগেই করেছিলেন৷ হু-র মোট বাজেটের ১৫ শতাংশ অনুদান দেয় মার্কিন যুক্তরাষ্ট্র৷ ফ্রান্স, জার্মানি, চিন, রাশিয়া এই সিদ্ধান্তের সমালোচনা করল৷ চিনের উহানে ফেব্রুয়ারির শুরুতে করোনা ভাইরাসে সংক্রমিতদের চিকিৎসায় যে হাসপাতাল মাত্র ১০ দিনে গড়ে তোলা হয়েছিল, রোগী না থাকায় সেটি বন্ধ করে দিল বেজিং প্রশাসন৷

 

জাতীয়

  • দেশে ক্রমশই বাড়ছে করোনা রোগাক্রান্তের সংখ্যা৷ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া হিসাব অনুযায়ী দেশে ৩৯২ জনের মৃত্যু হয়েছে করোনা ভাইরাস সংক্রমণে, আক্রান্ত হয়েছেন ১১,৯৩৩ জন৷ মহারাষ্ট্র, দিল্লি, তামিলনাড়ু ও রাজস্থানে আক্রান্ত হয়েছেন যথাক্রমে ২৬৮৭, ১৫৬৬, ১২০৪ ও ১০০৫ জন৷ দেশের ১৭০টি জেলাকে সংক্রমণের “হটস্পট” হিসাবে চিহ্নিত করল কেন্দ্রীয় সরকার৷ এরমধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের ৪টি জেলা— কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর ও উত্তর ২৪ পরগনা৷ দেশের ৬টি মেট্রোশহর “হটস্পট” ঘোষিত হল৷ এই পরিস্থিতিতে ২০ এপ্রিল থেকে হটস্পট বাদে অন্যত্র নির্দিষ্ট কিছু বিষয়ে লকডাউনের নিয়মাবলি শিথিল করল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক৷ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, উচ্চমাধ্যমিকের স্থগিত পরীক্ষা নেওয়া হবে জুন মাসে৷ একাদশ শ্রেণি এবং বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত সেমেস্টার বাদে বাকিগুলির পরীক্ষার্থীদের পাশ করিয়ে দেওয়া হবে৷
  • চলতি বছরে দেশে স্বাভাবিক বর্ষার পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর৷

 

বিবিধ

  • গত মার্চ মাসে দেশের রপ্তানি ৩৪.৫৭ শতাংশ ও আমদানি ২৮.৭২ শতাংশ হ্রাস পেল৷ বাণিজ্য ঘাটতি হল ৯৭৬ কোটি ডলার যা গত ১৩ মাসে সবথেকে কম৷ ২০১৯-২০ অর্থবর্ষের বাণিজ্য ঘাটতি ১৫২৮৮ কোটি ডলার৷

 

খেলা

  • করোনার কারণে আগস্ট-সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য তুর দ্যো ফ্রঁস প্রতিযোগিতা বাতিল করা হল৷
  • প্রাক্তন অস্ট্রেলীয় অধিনায়ক রিকি পন্টিং বললেন, তিনি যাঁদের বিরুদ্ধে খেলেছেন তাঁদের মধ্যে শোয়েব আখতারের বল মোকাবিলা করা ছিল কঠিনতম৷
  • অনলাইন দাবা খেলে অর্জিত অর্থ প্রধানমন্ত্রীর তহবিলে তুলে দিলেন বিশ্বনাথন আনন্দ, কোনেরুহাম্পি, পিহরিকৃষ্ণ, ডিহরিকা, বিদিত গুজরাটি প্রমুখ৷