কারেন্ট অ্যাফেয়ার্স ১৫ জুন ২০২০

631
0

আন্তর্জাতিক

  • দক্ষিণ কোরিয়ার সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সহ সব রকম সম্পর্ক ছিন্ন করার হুমকি দিলেন উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধান কিম জংউনের বোন কিম ইয়ো জং৷ তাঁর অভিযোগ, সীমান্তে উড়ন্ত বেলুনের মাধ্যমে লিফলেট উড়িয়ে কিং জং উন সরকারের বিরুদ্ধে প্রচার চালাচ্ছে দক্ষিণ কোরিয়া৷
  • চিনের রাজধানী বেজিংয়ে ৭৯ জনের দেহে কোভিড ১৯ ভাইরাস সংক্রমণের খোঁজ মিলল৷ শহরের দক্ষিণ-পশ্চিমে শিনফাদি এলাকার মাংসের বাজার থেকে সংক্রমণ ছড়িয়েছে বলে মনে করা হচ্ছে৷ সেখানে লকডাউন করা হয়েছে৷ বিশ্ব জুড়ে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ৮০,৬৬,৮৩৯৷ প্রাণহানি হয়েছে ৪,৩৭,২৯৬ জনের৷

 

জাতীয়

  • দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩,৩২,৪২৪৷ মোট ৯,৫২০ জনের প্রাণহানি হয়েছে এই সংক্রমণে৷ দেশে এপ্রিল মাসে সুস্থতার হার ছিল ১১.৪২ শতাংশ৷ এখন তা ৫১.০৭ শতাংশ৷ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য, কোভিড-১৯ রোগে ভারতে ১০ লক্ষ জনসংখ্যায় মৃত্যুর হার ৭৷ মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল, রাশিয়া ও ব্রিটেনে তা যথাক্রমে ৩৫৫, ২০১, ৪৮ ও ৬১৪৷ এদিকে তামিলনাড়ুর কিছু নির্দিষ্ট স্থানে ১৯-৩০ জুন কঠোর ভাবে লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হল৷ মুম্বইয়ে সরকারি ও জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত যাত্রীদের জন্য লোকাল ট্রেন চলাচল শুরু হল৷ অন্যদিকে আইসিএসই (দশম) এবং আইএসসি (দ্বাদশ) স্তরের বাকি পরীক্ষাগুলি ছাত্র-ছাত্রীরা চাইলে নাও দিতে পারে বলে জানালেন কর্তৃপক্ষ৷ সেক্ষেত্রে স্কুলের প্রি-টেস্ট-এর প্রাপ্ত নম্বরই বিবেচ্য হবে বলে জানানো হল৷
  • ওড়িশার নুয়াপাড়ায় ১০০ বছর বয়সী পুঞ্জিমতী দেইকে খাটিয়ায় শুইয়ে টানতে টানতে ব্যাঙ্কে নিয়ে গেলেন তাঁর ৭০ বছরের কন্যা৷ ব্যক্তিগত উপস্থিতি ব্যতীত পেনশন মিলবে না, এই পরিস্থিতিতিতে এই পদক্ষেপ৷ মাসে ১৫০০ টাকা পেনশন পান তিনি৷

 

 

বিবিধ

  • গত মে মাসে দেশের পাইকারি বাজারে মুদ্রাস্ফীতির হার ছিল নেতিবাচক৷ অর্থাৎ ওই সময়ে পণ্যের দাম ৩.২১ শতাংশ হারে হ্রাস পেয়েছে৷ ২০১৫ সালের নভেম্বর মাসের পর তা সর্বনিম্ন৷
  • মে মাসে দেশে বাণিজ্য ঘাটতি ৩১৫ কোটি ডলার ছিল বলে জানানো হল৷ ওই সময়ে রপ্তানি ৩৬.৪৭ শতাংশ ও আমদানি ৫১ শতাংশ হ্রাস পেয়েছে৷
  • টানা ১০ দিন প্রত্যহ বৃদ্ধি পেল পেট্রোপণ্যের দাম৷ এই ১০ দিনে প্রতি লিটার পেট্রোল ও ডিজেলে মোট দাম বেড়েছে যথাক্রমে ৫.২৫ ও ৫.২২ টাকা৷

 

 

খেলা

  • অ্যাথলিট হিমা দাসের নাম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের জন্য সুপারিশ করল অসম সরকার৷
  • মেলবোর্নের তিনটি রাস্তা রাখা হচ্ছে ভারতের ৩ জন ক্রিকেটারের নামে৷ সেগুলি হতে চলেছে তেন্ডুলকর ড্রাইভ, কোহলি ক্রিসেন্ট এবং কপিলদেবের নামে দেব টেরেস৷ এর আগে মেলবোর্নে রিচার্ড হ্যাডলি, কার্টলে অ্যামব্রোস, জাভেদ মিয়াদাঁদের নামে রাস্তার নামকরণ করা হয়েছিল৷