কারেন্ট অ্যাফেয়ার্স ১৫ ফেব্রুয়ারি ২০২০

434
0

আন্তর্জাতিক

  • শ্রীলঙ্কার সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল শাভেন্দ্র শিলভাকে কালো তালিকাভুক্ত করল মার্কিন যুক্তরাষ্ট্র। তিনি বা তাঁর পরিবারের কেউ মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না। শ্রীলঙ্কার গৃহযুদ্ধের সময় নির্বিচারে তামিলদের হত্যাকাণ্ডে তাঁর মদত ছিল বলে অভিযোগ। রাষ্ট্রসঙ্ঘও তাঁর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনেছিল। ঘটনার সময় তিনি ছিলেন যুদ্ধের কম্যান্ডিং অফিসার।
  • করোনা ভাইরাস সংক্রমণে এবার ফ্রান্সে মৃত্যু হল এক বৃদ্ধের। তিনি পর্যটনের উদ্দেশ্যে চিন গিয়েছিলেন। ২৪ জানুয়ারি অসুস্থ অবস্থায় প্যারিসে ফেরেন। ইউরোপে এই প্রথম কোনো ব্যক্তির এই রোগে মৃত্যু হল। এর আগে চিনের বাইরে হংকং, ফিলিপিন্স ও জাপানে এই সংক্রমণে মৃত্যুর খবর জানা গিয়েছিল। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে চিনে সন্দেহজনক এলাকার মুদ্রা ও নোটগুলিও কিছুদিনের জন্য ব্যবহার না করে বাক্সবন্দি করে রাখা শুরু হল। এদিকে বিজ্ঞানীরা এই ভাইরাসের নাম রাখলেন ‘সিওভিআইডি-১৯’।

 

জাতীয়

  • পাঞ্জাবে সাংরুর জেলায় স্কুল ভ্যানে আচমকা আগুন লেগে জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হল ৪ জন পড়ুয়ার। অগ্নিদগ্ধ হয়েছেন আরও ৮ জন।
  • ‘ভারতের অভ্যন্তরীণ বিষয়ে কারও নাক গলাবার দরকার নেই।’ কাশ্মীর প্রসঙ্গে তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইপ এরদোগানের মন্তব্যের প্রেক্ষিতে এভাবেই প্রতিক্রিয়া জানালে ভারতের বিদেশ সচিব।
  • প্রাক্তন আইএএস শাহ ফয়জলকে জননিরাপত্তা আইনে গ্রেপ্তার করা হল। সংবিধানের ৩৭০ ধারা বাতিলের প্রতিবাদ করায় গত ১৪ অগস্ট তাঁকে আটক করা হয়েছিল।

 

বিবিধ

  • সদ্যসাক্ষরদের মধ্যে পরীক্ষায় প্রথম হয়ে নজির গড়লেন ২৬ বছরের রোমিয়া কাঠুর। বিহার থেকে স্বামীর সঙ্গে কেরলে যখন কাজ করতে গিয়েছিলেন রোমিয়া তখন তিনি ছিলেন নিরক্ষর। কেরল রাজ্য সাক্ষরতা মিশন আয়োজিত ৪ মাসে মালয়ালম শেখার কর্মসূচিতে অংশ নিয়েছিলেন তিনি। তারপর সদ্যসাক্ষরদের পরীক্ষায় একশোয় একশো পেয়ে চমকে দিয়েছেন তিনি। রোমিয়া এখন কেরলে ফলের রস বিক্রি করেন। বছর ছয়েক কেরলে থেকে মালয়ালম ভাষাটিও রপ্ত করেছেন তিনি।

 

খেলা

  • আই লিগে চার্চিল ব্রাদার্স ২-১ গোলে হারাল আইজল এফসিকে।
  • রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে কারা খেলবে তা চূড়ান্ত হল। বাংলা, ওড়িশা, কর্নাটক, জম্মু-কাশ্মীর, গুজরাট, গোয়া এবং অন্ধ্র-সৌরাষ্ট্র মুখোমুখি হবে।
  • এশিয়ান ব্যাডমিন্টন টিম চ্যাম্পিয়নশিপের সেফিাইনালে গতবারের চ্যাম্পিয়ন ইন্দোনেশিয়ার কাছে ২-৩ ব্যবধানে হেরে গেল ভারত।
  • জাতীয় সিনিয়র স্কোয়াশ চ্যাম্পিয়ন হলেন সৌরভ ঘোষাল ও জ্যোৎস্না চিনাপ্পা।