কারেন্ট অ্যাফেয়ার্স ১৫ মে , ২০১৯

631
0
Current Affairs 15 May 2019

আন্তর্জাতিক

  • তুরস্কের সংসদে বিস্ফোরক নিয়ে ঢোকার চেষ্টা করে আটক হলেন ২ জন। তাঁরা রেভোলিউশন পিপল’স পার্টি ফ্রন্ট’–এর সদস্য বলে জানা গেছে।
  • পাকিস্তানের ৯০ জন মহিলার ভিসা নামঞ্জুর করল চিন। সম্প্রতি বিয়ের লোভ দেখিয়ে পাকিস্তনের দরিদ্র পরিবারের মেয়েদের চিনে নিয়ে গিয়ে অন্য কাজে যুক্ত করার অভিযোগ উঠেছিল।
  • ৩৭ বছরের মধ্যে সব থেকে ভয়ঙ্কর খরায় ভুগবে উত্তর কোরিয়া। এবছর এখনও পর্যন্ত ৫৪.৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। রাষ্ট্রসংঘের খাদ্য সংস্থার তথ্য, প্রায় এক কোটি মানুষ তীব্র খাদ্য সংকটের শিকার।
  • চিনা পিপল’স লিবারেশন আর্মি–র অর্থ সাহায্য নিয়ে আসা পড়ুয়া ও গবেষকদের ভিসা দেওয়া হবে না বলে জানাল মার্কিন যুক্তরাষ্ট্র। অনেকে ক্ষেত্রেই এই গবেষণা মার্কিন মুলুকের নিরাপত্তার পক্ষে আশঙ্কার কারণ হতে পারে বলে সেনেট ও হাউসে বিল আনার প্রস্তাব পেশ করেছেন একাধিক সাংসদ।

জাতীয়

  • গুয়াহাটিতে গ্রেনেড হামলায় জখম হলেন দুই জওয়ান সহ ৯ জন। ঘটনার দায় স্বীকার করল আলফা।
  • পশ্চিমবঙ্গে সপ্তম দফার লোকসভার নির্বাচনের আগে নির্বাচনী প্রচারের সময় ২৪ ঘণ্টা কমিয়ে দিল নির্বাচন কমিশন। আইনশৃঙ্খলার অবনতির কারণে এই পদক্ষেপ বলে জনানো হল। প্রসঙ্গত, এই প্রথম কমিশন সংবিধানের ৩২৪ ধারা প্রয়োগ করল। দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হল পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র সচিব অত্রি ভট্টাচার্যকে।

বিবিধ

  • গত এপ্রিল মাসে আমদানি ১.৫ শতাংশ ও রপ্তানি ০.৬৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে জানানো হল। ওই সময় দেশে বাণিজ্য ঘাটতি বেড়ে হয়েছে ১৫৩৩ কোটি ডলার যা শেষ ৫ মাসের মধ্যে সব থেকে বেশি।
  • নিলাম সংস্থা সদবিতে ফরাসি চিত্রশিল্পী ক্লোদ মনে–র একটি তৈলচিত্র (হেস্ট্যাকস সিরিজের একটি ছবি) ১১ কোটি ৭ লক্ষ ডলারে বিক্রি হল। ছবিটি আঁকা হয়েছিল ১৭৯০ সালে। নিলামে ওঠা ছবির দামের বিচারে এটি নবম।

খেলা

  • এএফসি কাপে মিনার্ভা পাঞ্জাব ড্র (১-১) করল নেপালের মানাং মাংসায়ান্ডিক্বের সঙ্গে। এই প্রতিযোগিতায় এটি তাদের চতুর্থ ড্র। অন্য ম্যাচে চেন্নাইয়ান এফসি ২-৩ গোলে হারল বাংলা দেশের ঢাকা আবাহনী ক্লাবের কাছে।
  • ইরানের জাতীয় ফুটবল ক্লাবের কোচ নিযুক্ত হলেন বেলজিয়ামের প্রাক্তন কোচ ও ফুটবলার মার্ক উইলটমস। অতীতে তিনি আইভরি কোস্ট ও কলম্বিয়ারও জাতীয় ফুটবল দলের কোচ ছিলেন।
  • পারথে ভারতীয় হকি দল অস্ট্রেলিয়ার কাছে ০-৪ গোলে হেরে গেল।
  • ইংল্যান্ডে একদিনের ম্যাচে সব থেকে কম বয়সে ১৫০ রান করায় কপিল দেবের রেকর্ড ভাঙলেন পাকিস্তানের ইমাম উল হক। ২৩ বছরের ইমাম ১৩১ বলে ১৫১ রান করলেন। কপিল ১৯৮৩ সালে ২৪ বছর বয়সে করেছিলেন অপরাজিত ১৭৫ রান।