কারেন্ট অ্যাফেয়ার্স ১৬ আগস্ট ২০১৯

1006
0

আন্তর্জাতিক

  • একটি মার্কিন সংবাদপত্র দাবি করল, গ্রিনল্যান্ড কিনে নিতে চায় মার্কিন প্রশাসন। কানাডার উত্তর-পূর্বে ওই দ্বীপ অবস্থিত। ২০ লক্ষ বর্গ কিলোমিটার আয়তনের গ্রিনল্যান্ড বর্তমানে ডেনমার্কের অংশ। জনসংখ্যা ৬০ হাজার।
  • কাশ্মীরে ৩৭০ অনুচ্ছেদ রদের বিষয়টি নিয়ে চিনের আহ্বানে বৈঠকে বসল রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদ। বৈঠকের আগে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বললেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। ১৯৭২ সালে সিমলা চুক্তির সময় শেষবার নিরাপত্তা পরিষদের আলোচনায় এসেছিল কাশ্মীর প্রসঙ্গ। এদিকে লন্ডনে ভারতীয় হাইকমিশনের বাইরে কাশ্মীর নিয়ে বিক্ষোভ দেখানো হয়।

জাতীয়

  • পরিস্থিতির উন্নতি হওয়ায় কাশ্মীরে ২২ জেলার ১২টি থেকে কারফিউ তুলে নেওয়া হল। খুলল সরকারি অফিস। ১৯ আগস্ট থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলি খুলে দেওয়ার সিদ্ধান্ত জানানো হল।
  • রাজ্যে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হল ২৪১। এর সঙ্গে রাজস্থানের বন্যায় ৫ জনের মৃত্যু হয়েছে। কৃষ্ণা নদীতে জলোচ্ছ্বাসে অন্ধ্রপ্রদেশের গুন্টুর ও কৃষ্ণা জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।
  • অবৈধ ঘোষিত তিন তালাক প্রথায় স্ত্রীকে বিবাহ বিচ্ছেদ দেওয়ায় কেরালার কোঝিকোড়ে গ্রেপ্তার করা হল এক জঙ্গিকে। এই ঘটনায় কেরালায় এই প্রথম কাউকে গ্রেপ্তার করা হল। অভিযুক্তের স্ত্রী থানায় তাঁর নামে অভিযোগ করলে ব্যবস্থা নেয় পুলিশ।

বিবিধ

  • বিশ্বের উচ্চতম বাড়ি বুর্জ খলিফা আলোর সাজে ফুটিয়ে তুলল ভারত ও পাকিস্তানের জাতীয় পতাকা। দুই প্রতিবেশী দেশের `স্বাধীনতা দিবস উপলক্ষে এই পদক্ষেপ নিয়েছিল দুবাইয়ের অট্টালিকাটি।
  • ২৪৩ জন যাত্রী নিয়ে উত্তর মেরু পেরিয়ে গেল এয়ার ইন্ডিয়ার বিমান এ আই ১৭৩। জ্বালানি সাশ্রয় করতে মার্কিন যুক্তরাষ্ট্র অভিমুখী ভারতীয় বিমানগুলি প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে যাওয়ার পরিবর্তে উত্তর মেরু পেরিয়ে যাবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে প্রথম বিমান হিসাবে এই নজির গড়ল এ আই ১৭০।

খেলা

  • পুনরায় ভারতের জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ নির্বাচিত হলেন রবি শাস্ত্রী। এদিন কপিল দেবের নেতৃত্বাধীন কমিটি এই পদে আবেদনকারী ব্যক্তিদের সাক্ষাৎকার নেওয়ার পর তাঁর নামই চূড়ান্ত করে। অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার টম মুডি, নিউ জিল্যান্ডের প্রাক্তন কোচ মাইক হেসন, ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন কোচ ফিল সিমন্স, প্রাক্তন জাতীয় ক্রিকেটার লালচাঁদ রাজপুত, রবিন সিং প্রমুখ আবেদন জানিয়েছি্লেন এই পদের জন্য।
  • এ বছর রাজীব গান্ধী পুরস্কার পাচ্ছেন বজরং পুনিয়া। ১২ সদস্যের সিলেকশন কমিটির বৈঠকের পর দেশের সর্বোচ্চ ক্রীড়া সম্মান প্রাপক হিসেবে তাঁর নাম চূড়ান্ত করল।
  • লর্ডসে অ্যাসেজের দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হল ২৫৮ রানে।