কারেন্ট অ্যাফেয়ার্স ১৬ জুন ২০২০

989
0

আন্তর্জাতিক

  • ব্রিটেনের স্বাস্থ্যসচিব মম্যাট হ্যানক দাবি করলেন স্বল্পমাত্রার স্টেরয়েড ‘ডেকসামেথসোন’ করোনা ভাইরাস থেকে মুক্তিতে অভূতপূর্ব ফল দিয়েছে৷ ৪৩২১ জনের ওপর পরীক্ষা করা হয়েছে ওষুধটি৷ এটি রোগসংক্রমণ না ঠেকালেও রোগমুক্তি তরান্বিত করে৷ এর একতৃতীয়াংশ প্রয়োগেই ভালো ফল মিলেছে বলে দাবি করা হয়েছে৷ প্রসঙ্গত, এতদিন ইবোলার ওষুধ ‘রেমডেসিভিয়ার’ সবথেকে কার্যকর বলে মনে করা হচ্ছিল৷ এরই মধ্যে বিশ্বে ৪,৪৩,৫৯৯ জন কোভিড-১৯ রোগে প্রাণ হারিয়েছেন৷ আক্রান্ত হয়েছেন ৮২,০৩,৪৫৪ জন৷
  • আন্তর্জাতিক রীতি-নীতি ও কূটনৈতিক সৌজন্য ভুলে ইসলামাবাদে ২ জন ভারতীয় দূতাবাসকর্মীকে অপহরণ করে ১০ ঘণ্টা ধরে শারীরিক নিগ্রহ করল জনাপনেরো পাকিস্তানি নাগরিক৷ লাঞ্ছিত দুই দূতাবাসকর্মী হলেন পলসেলভাদাস ও দ্বিমুব্রহ্ম৷ অনুমান, এর পিছনে রয়েছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই৷ ভিয়েনা চুক্তি স্মরণ করিয়ে এই ঘটনার প্রতিবাদ করেছে ভারত৷ পাকিস্তান অবশ্য যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে৷

 

জাতীয়

  • পূর্ব লাদাখের গালওয়াল উপত্যকায় ভারতীয় ও চিনা সেনার মধ্যে সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনার মৃত্যু হল৷ অন্তত ৪৩ জন চিনা সেনারও মৃত্যু হয়েছে বলে অনুমান করা হচ্ছে৷ গালওয়াল উপত্যকায় চিন প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে এসে হামলা চালায়৷ প্রসঙ্গত, লে থেকে দারবুক, শাইয়োক হয়ে দৌলতবেগ ওল্ডি বায়ুসেনা ঘাঁটি (১৬৬১৪ ফুট উচ্চতা৷ এটি বিশ্বের উচ্চতম বায়ুসেনা ঘাঁটি) পর্যন্ত ভারত সড়ক নির্মাণ শুরুর পরই চিনের তরফে সেনাতৎপরতা বাড়ানো হয়েছে৷ এর আগে সীমান্তে উত্তেজনা কমাতে ৫ জুন বিদেশ মন্ত্রকের যুগ্মসচিব পর্যায়ের ও ৬ জুন সেনার কোর কমান্ডার স্তরে বৈঠক হয়েছিল৷ গত ৫ মে প্যাংগং হ্রদের কাছে দুতরফে হতাহাতি হলেও প্রাণহানি হয়নি৷ ১৯৭৫ সালে অরুণাচল প্রদেশে টুলুংলায় চিনা সেনার হামলায় ৪ জন ভারতীয় সেনার মৃত্যু হয়েছিল৷
  • দেশে করোনা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ তিনি করোনা মোকাবিলায় পাঞ্জাবের ‘মাইক্রো কনটেনমেন্ট জোন’ মডেলের প্রশংসা করলেন৷ ইতিমধ্যে দেশে ৯৯০০ জন এই সংক্রমণে প্রাণ হারিয়েছেন৷ আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩,৪৩,০৯১৷

 

 

বিবিধ

  • বিমানের জ্বালানি এটিএফ-এর দাম বাড়ল ১৬.৩ শতাংশ৷ পর-পর ১১ দিনে পেট্রোল ও ডিজেলের দামও প্রতিলিটারে যথাক্রমে মোট ৫.৭৮ ও ৫.৭৬ টাকা বৃদ্ধি পেয়েছে৷ ইতিমধ্যেই দেশে পেট্রোল-ডিজেলের বিক্রি লকডাউনপূর্ব অবস্থার ৮০-৮৫ শতাংশ পৌঁছে গেছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান৷

 

 

খেলা

  • করোনা ভাইরাস সংক্রমণের পরিস্থিতিতে ২০২০ টি২০ বিশ্বকাপ আয়োজন করা অসম্ভব বলে মন্তব্য করলেন ক্রিকেট, অস্ট্রেলিয়ার চেয়ারম্যান আর্ল এডিংস৷ ১৬টি দেশ নিয়ে অক্টোবরে ওই প্রতিযোগিতা অস্ট্রেলিয়ায় হওয়ার কথা৷
  • চ্যাম্পিয়ন্স লিগের অবশিষ্ট ৭টি ম্যাচ ইস্তানবুল থেকে সরিয়ে পর্তুগালের লিসবনে আগস্ট মাসে আয়োজনের পরিকল্পনা জানাল উয়েফা৷