কারেন্ট অ্যাফেয়ার্স ১৭ অক্টোবর, ২০১৮

464
0
Current Affairs

জাতীয়

  • কেন্দ্রীয় বিদেশ মন্ত্রীর পদ থকে ইস্তফা দিলেন এম জে আকবর। সাংবাদিক প্রিয়া রমানি সহ কয়েকজন মহিলা বর্ষীয়ান সাংবাদিক–সম্পাদক এম জে আকবরের বিরুদ্ধে দৈহিক লাঞ্ছনার অভিযোগ করেছিলেন। আকবর অবশ্য প্রিয়ার বিরুদ্ধে মানহানির মামলা করেছেন দিল্লির পাতিয়ালা হাউস আদালতে। তাঁর পক্ষে ৯৭ জন উকিল মামলাটি লড়বেন বলে জানা গিয়েছে।
  • সম্প্রতি তিতলি ঘূর্ণিঝড়ে ওড়িশায় ৫২ জনের মৃত্যু হয়েছে ও ২২০০ কোটি টাকার সম্পদের ক্ষতি হয়েছে। এদিন ওড়িশা সরকার এই তথ্য প্রকাশ করল।
  • কেরলের শবরীমালায় প্রভু আয়াপ্পার  মন্দিরে মহিলারা প্রবেশ করতে পারলেন না। পথ অবরোধ, পাথর বৃষ্টি করেন এক দল মানুষ। সব বয়সের মহিলারা এদিন থেকে মন্দিরে প্রবেশ করতে পারবেন বলে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল।
  • শ্রীনগরে পুলিশের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারাল লস্কর ই তইবার ৩ কট্টর জঙ্গি।

আন্তর্জাতিক

  • শ্রীলঙ্কার রাষ্ট্রপতি মৈত্রীপালা সিরিসেনা বিবৃতি দিয়ে সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদের বিরোধিতা করলেন। তিনি বন্দর প্রকল্পের বিরোধিতা করায় ভারতীয় গোয়েন্দা সংস্থা তাঁকে হত্যার ষড়যন্ত্র করছে বলে কলম্বোর সংবাদপত্রে খবর প্রকাশিত হয়েছিল। সিরিসেনা তাকে ভিত্তিহীন বললেন।
  • পাকিস্তানের লাহোরে লখপত জেলে ইমরান আলিকে মৃত্যদণ্ডে দেওয়া হল। শিশু ও মহিলাদের শারীরিক নিপীড়নে দোষী সাব্যস্ত ইমরানকে ২১ বার ফাঁসি ও ২৩ বছরের কারাদণ্ডের শাস্তি দেওয়া হয়েছিল। গত ৪ জানুয়ারি ৭ বছরের জাইনাব আনসারিকে নির্মমভাবে হত্যার পরই ধরা পড়েছিল সে।

খেলা

  • বিজয় হাজারে ট্রফির ফাইনালে উঠল মুম্বই। এদিন বৃষ্টিবিঘ্নিত সেমিফাইনাল ম্যাচে তারা হারাল হায়দরাবাদকে। পৃথ্বী শাহ এবং শ্রেয়স আয়ার দুজনেই মুম্বইয়ের হয়ে অর্ধ শতরান করেন।
  • আবুধাবি টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হল ১৪৫ রানে। ৫ উইকেট নিলেন মহম্মদ আব্বাস। পাকিস্তান  প্রথম ইনিংসে ২৮২ রান করেছিল।
  • আন্তর্জাতিক ফিফা প্রীতি ফুটবল ম্যাচে ব্রাজিল ১-০ গোলে আর্জেন্টিনাকে হারাল, উয়েফা নেশনস লিগে ফ্রান্স ২-১ গোলে হারাল জার্মানিকে।

বিবিধ

  • উত্তরপ্রদেশ পুলিশের কর্মী মনোজ কুমারকে সাহসিকতার পুরস্কার দেওয়ার জন্য মনোনীত করল উত্তরপ্রদেশ সরকার। অপরাধীদের সঙ্গে সংঘর্ষের সময় পিস্তলের গুলি আটকে যাওয়ার পরও তিনি মুখে ঠাঁই ঠাঁই আওয়াজে গুলির শব্দ নকল করে অপরাধীদের কব্জা করেছিলন।
  • পিএনবি জালিয়াতি মামলায় মেহুল চোকসি সহ কয়েকজনের ২১৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট।
  • প্রায়ত হলেন সাংবাদি-সম্পাদক পৌলমী সেনগুপ্ত।