কারেন্ট অ্যাফেয়ার্স ১৭ জুলাই ২০১৮

647
0

জাতীয়

  • ২০১৯ সালের ফেব্রুয়ারি-মার্চ মাস নাগাদ দেশে সাধারণ নির্বাচন এবং অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, ওড়িশা, অরুণাচল প্রদেশ ও সিকিমের বিধানসভা নির্বাচন হতে পারে বলে মন্তব্য করলেন মুখ্য নির্বাচন কমিশনার ওম প্রকাশ রাওয়ত। ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, হরিয়ানার বিধানসভা নির্বাচও এগিয়ে এনে ওই সময়ে করা যেতে পারে বলে ইঙ্গিত দিলেন তিনি। রাওয়ত অবশ্য তার আগেই অবসর নেবেন।

আন্তর্জাতিক

  • বাংলাদেশে ৪ রাজাকারকে মৃত্যুদণ্ড দিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়ে ৫৯ জনকে হত্যা, ৮১ বাড়িতে লুঠ ও অগ্নিসংযোগ সহ গুরুতর কিছু অভিযোগে দোষী সাব্যস্ত হলেন আকমল তালুকদার (৭৯), নূর তালুকদার ওরফে লালা মিয়াঁ (৬৬), আনিছ মিয়াঁ (৮০) ও আবদুল মোছাব্বির মিয়াঁ (৬৭)। এঁদের মধ্যে ৩ জন পলাতক।
  • ভারত মহাসাগরীয় অঞ্চলের জন্য চিন তাদের নৌবাহিনীর একটি বিশেষ শাখা তৈরি করেছে বলে জানা গেল। ওই শাখার নাম ‘ব্লু ওয়াটার নেভি’। প্রসঙ্গত, ২০১৭ সালে বিশ্বের সবথেকে বেশি আমদানি-রপ্তানিকারক দেশের স্বীকৃতি পেয়েছে চিন। তাদের বাণিজ্যের একটা বড় অংশই হয় ভারত মহাসাগর ধরে।
  • জাপান এবং ইউরোপীয় ইউনিয়ন পারস্পরিক অবাধ বাণিজ্য চুক্তিতে সই করল।

খেলা

  • ভারতের সঙ্গে তৃতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচে ইংল্যান্ড ৮ উইকেটে জয়ী হল। ইংল্যান্ডের জো রুট শতরান (অপরাজিত ১০০) করলেন। অধিনায়ক হিসাবে দ্রুততম ৩০০০ রান (৪৯ ইনিংস) করলেন বিরাট কোহলি। এদিন তাঁর সংগ্রহ ৭১ রান। এই হারার ফলে সিরিজেও ১-২ ব্যবধানে হারল ভারত।
  • অনূর্ধ্ব ১৯ আইএফএ শিল্ডের সেমিফাইনালে মোহনবাগান ২-১ গোলে জয়ী হল বার্নপুর সেইল অ্যাকাডেমির বিরুদ্ধে।
  • নয়াদিল্লিতে এশিয়ান জুনিয়র কুস্তি প্রতিযোগিতায় প্রথম দিনে একটি সোনা, দুটি রুপো, একটি ব্রোঞ্জ পদক জিতল ভারত। সোনা জিতলেন সাজন (৭৭ কেজি)।
  • ফ্রান্স নয়, বিশ্বকাপ ফুটবল জিতেছে আফ্রিকা। মন্তব্য করলেন ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো। প্রসঙ্গত, ফ্রান্সের বিশ্বকাপ জয়ী ২৩ জনের দলটির ১৬ জনই আফ্রিকান বংশোদ্ভূত।

বিবিধ

  • পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন পঞ্চদশ অর্থ কমিশনের চেয়ারম্যান এন কে সিং। নবান্ন সভাঘরে এই বৈঠকে কমিশনের ফুল বেঞ্চ উপস্থিত ছিল। এই বৈঠকে রাজ্যের ঘাড়ে থাকা বিপুল ঋণ মকুবের দাবি জানালেন মুখ্যমন্ত্রী। এই দাবি গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দিলেন কমিশনের চেয়ারম্যান। বিভিন্ন কর বাবদ রাজ্যগুলি যে অর্থ আদায় করে তার ৪২ শতাংশ রাজ্যগুলিকে ভাগ করে দেয় কেন্দ্র। সেই বরাদ্দ ৫০ শতাংশ করার দাবি জানালেন মুখ্যমন্ত্রী। এছাড়াও রাজস্ব ঘাটতি, পরিপাঠামো উন্নয়ন, প্রশাসনিক সংস্কার, প্রাকৃতিক বিপর্যয় মোকবিলা বাবদ যথাক্রমে ৯০১৩৬ কোটি, ১৪৬৬৯২ কোটি, ২৫৮৩০ কোটি, ৫১৩৮ কোটি টাকা অনুদান দাবি করল রাজ্য সরকার।
  • প্রয়াত হলেন হিন্দি চলচ্চিত্রের অভিনেত্রী রীতা ভাদুড়ি (৬২)।