কারেন্ট অ্যাফেয়ার্স ১৭ জুলাই ২০২০

765
0

আন্তর্জাতিক

  • দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেনানী ক্যাপ্টেন টম মুরকে নাইট উপাধি দেওয়া হল৷ ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ তাঁর পিতা ষষ্ঠ জর্জের তরবারি ছুঁইয়ে মুরকে নাইটহুডে ভূষিত করলেন৷ টম মুর একক উদ্যোগে কোভিড রুখতে ৩ কোটি ২০ লক্ষ পাউন্ড অনুদান তুলেছেন৷
  • একদিনে ৭৭ হাজার মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হলেন মার্কিন যুক্তরাষ্ট্রে৷ মোট আক্রান্ত ৩৬ লক্ষ৷ ব্রাজিলে মোট আক্রান্তের সংখ্যা ২০ লক্ষ অতিক্রম করল৷ সমগ্র বিশ্বে ১,৪০,৯৪,৫৩১ জন আক্রান্ত হয়েছেন৷ বিশ্বজুড়ে করোনায় প্রাণহানির সংখ্যা ৫,৯৫,৪১০৷ উত্তর-পূর্ব স্পেনের একটি খামারের ৯২,৭০০টি মিঙ্ক (বেজি ধরনের প্রাণি) করোনায় আক্রান্ত হওয়ায় তাদের মেরে ফেলার সিদ্ধন্তি নিল স্থানীয় প্রশাসন৷ এদিকে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, নমুনা পরীক্ষায় নজির গড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র (৪ কোটি ২০ লক্ষ) এবং ভারত (১ কোটি ২০ লক্ষ)৷
  • বাংলাদেশে জেএমবি জঙ্গি গোষ্ঠীর গুপ্ত সংগঠক আয়েশা জান্নাত মোহনা ওরফে জান্নাতুত তাসমিন (২৫)-কে গ্রেপ্তার করল বাংলাদেশ পুলিশ৷ এই কট্টর জঙ্গি নেত্রীর কৈশোর কেটেছে হুগলির ধনেখালির পশ্চিম কেশবপুরে, তখন তার নাম ছিল প্রজ্ঞা দেবনাথ৷

 

জাতীয়

  • দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১০ লক্ষ অতিক্রম করে গেল৷ মাত্র ৩ দিনে সংক্রমণ ৯ লক্ষ থেকে ১০ লক্ষে পৌঁছল৷ গত ২৪ ঘণ্টায় ৩৪,৯৫৬ জন আক্রান্ত হয়েছেন, ৬৮৭ জন প্রাণ হারিয়েছেন৷ মোট আক্রান্ত ১০,০৩,৮৩২ জন এবং প্রাণহানির সংখ্যা ২৫,৬০২৷ সুস্থতার হার ৬৩.৫৫৷ প্রতি ১০ লক্ষ জনে করোনা আক্রান্তের নিরিখে ভারতের ক্রম ১০৬ (৬৫৮ জন)৷
  • কূলভূষণ যাদবকে তৃতীয়বার কনস্যুলার অ্যাকসেস দেওয়ার কথা জানাল পাকিস্তান৷ এর আগে ২ বার কূটনৈতিক দৌত্যের যে সুযোগ দেওয়া হয়েছিল সেখানে পাকিস্তানি আধিকারিকরা উপস্থিত ছিলেন৷
  • লাদাখে সেনা মহড়া প্রত্যক্ষ করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং৷

 

 

বিবিধ

  • পশ্চিমবঙ্গে উচ্চমাধ্যমিক পরীক্ষায় ৯০.১৩ শতাংশ ছাত্রছাত্রী উত্তীর্ণ হলেন৷ ৫০০-র মধ্যে সর্বোচ্চ নম্বর উঠেছে ৪৯৯৷ এবছর ১৪টি বিষয়ে পরীক্ষা নেওয়া যায়নি, ফলাফল প্রকাশিত হল পরীক্ষিত বিষয়ের সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে৷
  • বই প্রকাশের ৩ দিনের মধ্যে ১০ লক্ষ কপি বিক্রি হল৷ বিতর্কিত বইটির নাম ‘টু মাচ অ্যান্ড নেভার এনাফ: হাউ মাই ফ্যামিলি ক্রিয়েটেড দ্য ওয়ার্ল্ড’স মোস্ট ডেঞ্জারাস ম্যান’৷ বইটি লিখেছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের দাদা ফ্রেড ট্রাম্পের মেয়ে মেরি ট্রাম্প৷ পেশায় মনোরোগ বিশেষজ্ঞ তিনি৷
  • ২০০৫-২০০৬ থেকে ২০১৫-২০১৬ সালের মধ্যে ভারতে ২৭ কোটি ৩০ লক্ষ মানুষ দারিদ্রের কবল থেকে মুক্ত হয়েছেন৷ রাষ্ট্রসঙ্ঘের একটি রিপোর্ট থেকে এই তথ্য জানা গেল৷

 

খেলা

  • ম্যাঞ্চেস্টারে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৯ উইকেটে ৪৬৯ রান করে প্রথম ইনিংস ডিক্লেয়ার করল ইংল্যান্ড৷ জোড়া শতরান করলেন বেন স্টোকস (১৭৬) এবং ডমিনিক সিবলি (১২০)৷ ১ উইকেট হারিয়ে ৩২ রান করল ওয়েস্ট ইন্ডিজ৷
  • দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার মাখায়া এন্তিনি জানালেন যে তিনি জাতীয় দলে খেলার সময়ও নিয়মিত বর্ণবিদ্বেষী আচরণের শিকার হয়েছেন৷
  • ৩৪ বার লা লিগা খেতাব জিতে আবেগে ভাসলেন রিয়াল মাদ্রিদের সমর্থকরা৷ জিনেদিন জিদান দলের প্রধান কোচ হয়ে এই নিয়ে ১১টি ট্রফি জিতলেন রিয়ালের হয়ে৷ প্রথম ফুটবলার হিসাবে দুটি দলের হয়ে (রিয়াল এবং অ্যাটলেটিকো মাদ্রিদ) লা লিগা জিতলেন গোলরক্ষক কুর্তোয়া৷

 

 

 

লাইভ টিভি দেখুন:https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল