কারেন্ট অ্যাফেয়ার্স ১৮ জানুয়ারি ২০২০

682
0
daily current affairs

আন্তর্জাতিক

  • লেলিনগ্রাদে (এখনকার সেন্ট পিটার্সবার্গ)লাল ফৌজের প্রবেশের ৭৭ বছর পূর্ণ হল। নাতসি বাহিনীর হাতে প্রায় ৯০০ দিন অবরুদ্ধ থাকার পর ১৯৪৩ সালর ১৯ জানুয়ারি শহরে ফৌজ ঢুকেছিল এবং সেখান থেকেই দ্বিতীয় মহাযুদ্ধের অভিমুখ বদলে যায়। এই ঘটনার ৭৭ তম বর্ষপূর্তিতে `মেমোরি স্পিকস, দ্য রোড থ্রু দ্য ওয়ার’ প্রদর্শনীর উদ্বোধন করলেন রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন।
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আন্দোলনে শেষ পর্যন্ত সিটি কর্পোরেশনের ভোটের দিন পিছোতে বাধ্য হল বাংলাদেশ নির্বাচন কমিশন।
  • রাজ পরিবারের উপাধিও ব্যবহার করবেন না বলে জানালেন প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেল। ফ্রগমোর প্রাসাদ সংস্কারে ব্যয় হওয়া ২৪ লক্ষ পাউন্ডও তাঁরা ফেরত দেবেন বলে জানালন।

 

জাতীয়

  • কাশ্মীর পরিদর্শন করে গেলেন বিদেশি ১৫ জন রাষ্ট্রদূত। তাঁদের মধ্যে আর্জেন্টিনার রাষ্ট্রদূত ড্যানিয়েল চুবুরু এবং মলদ্বীপের রাষ্ট্রদূত আইসা মহম্মদের বক্তব্য ভারতের বিদেশ মন্ত্রকের বক্তব্যকেই সমর্থন করল।
  • সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে দিল্লির শাহিনবাগে আন্দোলন ৩৪ দিনে পড়ল। অন্যদিকে এই ধরনের বিক্ষোভে ছাত্রসমাজের ভূমিকার সমালোচনা করলেন প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবদে|এদিন নাগপুর বিশ্ববিদ্যালয়ের ১০৭ তম সমাবর্তনের মঞ্চে তিনি বক্তব্য পেশ করতে গিয়ে বললেন, `বিশ্ববিদ্যালয়গুলি অশান্তি তৈরির কারখানা নয়।’

 

বিবিধ

  • সাইবাবার জন্মস্থান নিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর বক্তব্য ঘিরে বিতর্ক ঘনাল।পরভালি জেলার পথরি সাইবাবার জন্মস্থান বলে উল্লেখ করেছিলেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। এর পরই প্রতিবাদে সরব হয়েছেন শিরডির মানুষ। সেখানে বনধ ডেকেছেন শিরডির মানুষ।

 

খেলা

  • হোবার্ট ইন্টারন্যাশনাল টেনিসে মেয়েদের ডাবলসে চ্যাম্পিয়ন হল সানিয়া মির্জা- নাদিয়া কিচেনক জুটি। এই জুটি ছিল অবাছাই। ২০০৭ সালে ব্রিসবেন ইন্টারন্যাশনালের পর ফের কোনো খেতাব জিতলেন সানিয়া। এদিন তিনি জিতলেন ৪২তম এটিপি খেতাব।
  • এফ আই এইচ-এর প্রথম ম্যাচে ভারতীয় হকি দল ৫-২ গোলে হরাল নেদারল্যান্ডসকে।
  • আন্তর্জাতিক কুস্তি প্রতিযোগিতায় ভারতের বজরং পুনিয়া ৬৫ কেজি বিভাগে সোনা জিতলেন।