কারেন্ট অ্যাফেয়ার্স ১৮ সেপ্টেম্বর ২০১৯

848
0
Current Affairs 14th August

আন্তর্জাতিক

  • ইজরায়লে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হল। ১২০ আসন বিশিষ্ট সংসদের (নেসেট) ভোটগ্রহণ হয়েছে বলে জানাল মুখ্য নির্বাচনী কমিটি। গত এপ্রিলেই সাধারণ নির্বাচন হয়েছিল ইজরায়েলে। সেখানে আরও জনসমর্থনের আশায় ৫ মাসের মধ্যেই সংসদ ভেঙে নতুন করে অন্তর্বর্তী নির্বাচন ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। যদিও বুথ ফেরত সমীক্ষায় ত্রিশঙ্কু সংসদের ইঙ্গিত পাওয়া গেল। নেতানিয়াহুর লিকুদ পাটির চেয়ে বিরোধী নেতা বেনি গানতজের ব্লু অ্যান্ড হোয়াইট জোট এগিয়ে আছে। প্রসঙ্গত, ক্ষমতায় ফিরলে ওয়েস্ট ব্যাঙ্কের একাংশ দখল করবেন বলে জানিয়েছিলেন নেতানিয়াহু।
  • ইরানের চর বৃত্তির অভিযোগে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হল অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কাইলি মুর গিলবার্টকে। গবেষণার কাজে তিনি ইরান গিয়েছিলেন। গত এক বছর ধরে তিনি আটক রয়েছেন সেখানে।

 জাতীয়

  • ভারতে ই-সিগারেট নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। এজন্য অধ্যাদেশ জারি করা হবে বলে জনানো হল। ই-সিগরেটের ব্যবসা, বিক্রি, বিপণনে ১ লক্ষ টাকা জরিমানা, দ্বিতীয়বার অপরাধে জেল ও ৫ লক্ষ টাকা জরিমানার সংস্থান থাকছে। সম্প্রতি ইন্ডিয়ান কাউন্সিল অব কেমিক্যাল রিসার্চ ই-সিগারেট বন্ধের জন্য সুপারিশ করেছিল। তরুণ প্রজন্মের মধ্যে ক্ষতিকারক নেশা হু-হু করে বাড়ছিল বলে জানা গেছে। প্রসঙ্গত, ২০০৯ সাল দেশে তামাক ব্যবহারকারীর সংখ্যা ছিল জনসংখ্যার ৩৪.৬ শতাংশ। এখন তা ২৮.৬ শতাংশ। এঁদের মধ্যে সিগারেট খান ২.৮৬ শতাংশ। দেশে বছরে ১১০০০ কোটি সিগারেট তৈরি হয়। তামাকজনিত রোগে বছরে ৯ লক্ষ মানুষের মৃত্যু হয়।
  • বিভিন্ন প্রশাসনিক বিষয় নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করলেন বলে সাংবাদিকদের জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বিবিধ

  • রেলওয়ে কর্মীদের ৭৮ দিনের উৎপাদন ভিত্তিক বোনাস দেওয়ার সিদ্ধান্ত জানাল কেন্দ্রীয় সরকার। রেলের ১৯ লক্ষ কর্মী এতে উপকৃত হবেন। এ জন্য সরকারের ২০২৪ কোটি টাকা খরচ হবে বলে জানানো হল।
  • লেখা হবে দেশের সীমান্ত ইতিহাস। সীমান্ত তৈরি, স্থানান্তর, রক্ষীদের ভূমিকা, স্থানীয় অর্থনীতি, সংস্কৃতি প্রভৃতি বিষয় গবেষণার ভিত্তিতে ঠাঁই পাবে সেখানে— এদিন এ কথা জানালেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।
  • ১০ বছর পূর্ণ করল দুরন্ত এক্সপ্রেস। নয়াদিল্লি-শিয়ালদহ পথে প্রথম দুরন্ত এক্সপ্রেস চলেছিল।

 খেলা

  • কাজাখস্তানে নুর সুলতানে আয়োজিত বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে মেয়েদের ৫৩ কেজি বিভাগে ব্রোঞ্জ জিতলেন ভারতের বিনেস ফোগট। ২০২০ টোকিয়ো অলিম্পিকে অংশগ্রহণের যোগ্যতামানও অর্জন করলেন তিনি। পদক নিশ্চিত করলেন পূজা ঠন্ড, অমিত পাঙ্কোল, মণীষ কোশিক। প্রসঙ্গত, অতীতে কোনো কুস্তি বিশ্বচ্যাম্পিয়নশিপে ভারত একের বেশি পদক জেতেনি।
  • মোহালিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ ম্যাচে ভারত জয়ী হল ৭ উইকেটে। ভারতের অধিনায়ক বিরাট কোহলি ৫০ বলে ৭২ রান করলেন। টি২০ ক্রিকেটে সর্বাধিক অর্ধ শতরান (২২) এবং সর্বাধিক রানের (৭১ ম্যাচে ২৪৪১) রেকর্ডও গড়লেন বিরাট। তিনি ভাঙলেন ভারতেরই রোহিত শর্মার ২১টি অর্ধশতরান এবং ৯৭ ম্যাচে ২৪৩৪ রানের রেকর্ড।
  • চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচেই নাপোলির কাছে ০-১ গোলে হেরে গেল গতবারের চ্যাম্পিয়ন দল লিভারপুল। ১৯৯৫ সালেও চ্যাম্পিয়ন হওয়ার পর প্রথম ম্যাচে হার মেনেছিল এসি মিলান।