কারেন্ট অ্যাফেয়ার্স ১৯ অক্টোবর, ২০১৮

630
0
Current Affairs 19 Oct 2018

জাতীয়

  • কেরলের শবরীমালায় মন্দিরে মহিলাদের প্রবেশ বিতর্ক আরও জটিল হল। গত ২৮ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ জানিয়েছিল ১০ থেকে ৫০ বছরের মহিলাদের মন্দিরে প্রবেশনিষেধের রীতি প্রত্যাহার করতে হবে। গত ১৭ অক্টোবর থেকে তা কার্যকর করার কথা। কিন্তু ভক্তদের একাংশের বিক্ষোভে তা সম্ভব হয়নি। এদিনও শবরীমালায় ১৪৪ ধারা জারি ছিল। এদিন ২ মহিলা ভক্ত মন্দিরে পৌঁছলে প্রধান পুরোহিক তাঁদের ফিরিয়ে দেন। মহিলাদের প্রবেশনিষেধের রীতিকে সমর্থন করে পণ্ডালাম রাজ পরিবার জানাল, প্রয়োজনে মন্দির বন্ধ করে দেওয়া হবে।
  • জম্মু ও কাশ্মীরের বারামুলায় নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতে অনুপ্রবেশ করতে গিয়ে নিরাপত্তারক্ষীদের গুলিতে প্রাণ হারাল ৩ জন সন্ত্রাসবাদী।
  • দশেরার উৎসব দেখতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল ৬১ জনের। পাঞ্জাবের অমৃতসর ও মানাওয়ালা স্টেশনের মাঝে ২৭ নম্বর রেল গেটের পাশে এই ঘটনা ঘটল। জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে ৭২ জনকে।

আন্তর্জাতিক

  • মহাকাশ অভিযানে অভিনব পরিকল্পনা প্রকাশ করল চিন। তারা মহাকাশে তিনটি কৃত্রিম চাঁদ স্থাপনের পরিকল্পনা জানাল। সেখান থেকে যে-কোনো সময়ে সূর্যের আলো প্রতিফলিত করা যাবে। ২০১২ সালের মধ্য এই পরিকল্পনা রূপায়ণের কথা জানাল চিনের সরকারি সংবাদমাধ্যম। প্রসঙ্গত, ২০১৯ সালে চাঁদে অভিযাত্রী পাঠানোর পরিকল্পনা নিয়েছে ভারত।
  • সৌদির নাগরিক তথা মার্কিন সংবাদপত্রের সাংবাদিক জামাল খাস্তোগি মৃত। এদিন এই আশঙ্কা প্রকাশ করলেন মার্কিন রাষ্ট্রপতি ডোলান্ড ট্রাম্প। স্থানীয় অরণ্য ও সমুদ্রে তাঁর দেহাবশেষ উদ্ধারের জন্য তুর্কি পুলিশ চেষ্টা চালাচ্ছে বলে তিনি জানালেন।
  • তিব্বতে ধস নেমে বেশ কয়েকটি নদীমুখ বন্ধ হয়ে একটি হ্রদ সৃষ্টি হয়েছে বলে জানাল চিন। এর ফলে অচিরেই ভারতে সেই হ্রদ উপচে বন্যার আশঙ্কা জানানো হল।

খেলা

  • বুয়েনস আয়ারসে সমাপ্ত হল যুব অলিম্পিক। ভারত এই প্রতিযোগিতায় নিজের শ্রেষ্ঠ ফল করল। ২০১০ সালে প্রথম যুব অলিম্পিকে ভারত ৮টি পদক জিতেছিল। সেখানে এ বছর ভারত ৩টি সোনা, ৯টি রুপো ও ১টি ব্রোঞ্জ সহ মোট ১৩টি পদক জিতল। মানু ভাকের, সোরভ চোধুরী, জেরেমি লালরিনুঙ্গা সোনার পদক জিতলেন, কিন্তু তার হিসাব ভারতের তালিকায় ধরা হয়নি অন্য দেশের খেলোয়াড়ের সঙ্গে জুটি বেঁধে খেলার কারণে।
  • আবুধাবি টেস্টে অস্ট্রেলিয়াকে ৩৭৩ রানে হারাল পাকিস্তান। দুবাইয়ে প্রথম টেস্ট ড্র হয়েছিল। ফলে টেস্ট সিরিজেও হেরে গেল অস্ট্রেলিয়া। এটি তাদের চতুর্থ লজ্জাজনক টেস্ট ম্যাচ পরাজয়। দুই ইনিংসে ১০ উইকেট নিলেন পাকিস্তানের মহম্মদ আব্বাস।
  • ব্যাডমিন্টনের কিংবদন্তি চিনের লিন ড্যানকে হারালেন কাদাম্বি শ্রীকান্ত। ডেনমার্ক ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠলেন তিনি।

বিবিধ

  • দিল্লির রামলীলা ময়দানে রাবণের কুশপুতুল জ্বালালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও।
  • নাথুলা সেনা শিবিরে গিয়ে সীমান্তে কর্মরত জওয়ানদের সঙ্গে দেখা করলেন সিকিমের রাজ্যপাল গঙ্গাপ্রসাদ।
  • সিবিএসইর অনুমোদন পাওয়ার জন্য সহজ, সুস্থ ও কাগজহীন ব্যবস্থার নতুন নিয়ম প্রকাশ করেলন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভড়েকর। অনলাইনে মাত্র দুটি তথ্যপ্রমাণ জমা দিলেই কোনো শিক্ষাপ্রতিষ্ঠান ওই বোর্ডের অনুমোদন পেতে পারে বলে জানালেন তিনি।
  • প্রতি লিটার পেট্রোল ও ডিজেলে ৩৮ ও ১২ পয়সা করে দাম কমল।