আন্তর্জাতিক
- সিরিয়ায় আইএল জঙ্গিদের বিরুদ্ধে লড়াই সম্পূর্ণ হয়েছে বলে জানাল মার্কিন যুক্তরাষ্ট্র। সেখান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কথাও জানানো হল। তবে পার্শ্ববর্তী ইরাকে মার্কিন সেনা বহাল খাকছে।
- রাষ্ট্রসঙ্ঘ প্রদত্ত মানবাধিকার পুরস্কার (মরণোত্তর) দেওয়া হল পাকিস্তানের প্রয়াত সমাজকর্মী আসমা জাহাঙ্গিরের স্মৃতির উদ্দেশে। তাঁর কন্যা মুনিজে ওই পুরস্কার গ্রহণ করলেন।
- পানামায় আবিষ্কৃত হল একটি উভচর অন্ধ প্রাণী। ব্রিটিশ সংস্থা এনভাইরোবিন্ড ওই প্রাণীর নাম ‘ডারমোফিস ডোনাল্ডট্রাম্পি’ রাখার প্রস্তাব করল। প্যারিসের জলবায়ু পরিবর্তন চুক্তি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সরে যাওয়ার প্রতিবাদে এই নামকরণের প্রস্তাব রাখল তারা।
জাতীয়
- রাজস্থান সরকার ২ লক্ষ টাকা পর্যন্ত কৃষিঋণ মকুব করল। এজন্য রাজ্য সরকারের ১৮ হাজার কোটি টাকা ব্যয় হবে।
- জি স্যাট ৭ কৃত্রিম উপগ্রহের উৎক্ষেপণ সফল হল। ২২৫০ কেজি ওজনের এই উপগ্রহটি ভারতীয় বায়ুসেনার নজরদারি ও সংযোগ ব্যবস্থায় সমন্বয় করবে। শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে এই উপগ্রহটি উৎক্ষেপ করল ইসরো।
- বাণিজ্যিক উদ্দেশ্যে সারোগেসি নিষিদ্ধ হচ্ছে ভারতে। এই মর্মে একটি বিল এদিন পাশ হল লোকসভায়।
খেলা
- ইউরোপে সর্বোচ্চ গোলদাতার সোনার বুট পুরস্কার পেলেন লিওনেল মেসি। এই নিয়ে পঞ্চমবার তিনি এই পুরস্কার পেলেন। গত মরসুমে লা লিগায় তিনি ৩৪টি গোল করেছিলেন। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৪ বার এই পুরস্কার পেয়েছেন।
- আই লিগে মোহনবাগান ১-০ গোলে হারাল মিনার্ভা এফসিকে।
- দ্বিপাক্ষিক ক্রিকেট না হওয়ায় ভারতীয় বোর্ডের কাছে ক্ষতিপূরণ চেয়ে আইসিসির দ্বারস্থ হয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। অর্থহীন দাবি ও অভিযোগের দায়ে তাদেরই দাবি করা অর্থের ৬০ শতাংশ ভারতীয় বোর্ডকে দিতে বলল আইসিসি।