কারেন্ট অ্যাফেয়ার্স ১৯ নভেম্বর, ২০১৮

443
0
Current Affairs 19 Nov 2018

আন্তর্জাতিক

  • পাকিস্তানকে মার্কিন যুক্তরাষ্ট্র প্রতি বছর যে ১৩০ কোটি ডলার অনুদান দেয় তা বন্ধ করা হয়েছে বলে জানালেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে পাকিস্তানের মানবাধিকার মন্ত্রী শিরিন মাজারি বলেছেন ‘ঐতিহাসিক স্মৃতিভ্রংশ রোগে’ ভুগছেন ট্রাম্প।
  • ইয়েমেনে যুদ্ধবিরতির প্রস্তাব দিল হুথি জঙ্গিরা। সৌদি আরব-সংযুক্ত আরব আমিরশাহি জোট সংঘর্ষবিরতিতে রাজি হলে তারাও অস্ত্র সংবরণে রাজি বলে জানাল।
  • পাকিস্তানে কাটাসরাজ মন্দির মামলায় সিমেন্ট প্রস্তুতকারক সংস্থাগুলিকে ১০ কোটি রুপি (পাকিস্তানি মুদ্রা) জরিমানা করল পাক সুপ্রিম কোর্ট। পাক পাঞ্জাবের চাকওয়াল জেলায় সিমেন্ট সংস্থাগুলির অতিসক্রিয়তায় মন্দিরের ক্ষতি হয়েছে, এই অভিযোগে মামলা।

জাতীয়

  • শবরীমালা মন্দির চত্বরে ১৫ হাজার পুলিশের উপস্থিতি এবং ভক্তদের অসুবিধা করার জন্য কেরালা সরকারকে ভর্ৎসনা করল কেরালা হাইকোর্ট।
  • অমৃতসর বিস্ফোরণের পিছনে পাকিস্তানের জঙ্গি নেতা হাফিজ সইদের মদত রয়েছে বলে জানাল দিল্লি প্রশাসন।
  • সিবিআই তদন্ত ধামাচাপা দেওয়ার জন্য কেন্দ্রীয় মন্ত্রী হরিভাই পার্থিভাই চৌধুরী ঘুষ নিয়েছেন বলে সুপ্রিম কোর্টে অভিযোগ করলেন সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টর মণীশ কুমার সিন্‌হা। সিবিআইয়ের স্পেশ্যাল ডিরেক্টর রাকেশ আস্থানার বিরুদ্ধে তদন্তে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল হস্তক্ষেপ করেছেন বলেও দাবি করা হল।

বিবিধ

  • জাপানি গাড়ি সংস্থা নিশানের চেয়ারম্যান কার্লোস ঘোস্‌ন্‌কে গ্রেপ্তার করল জাপান পুলিশ। তাঁর সঙ্গে সংস্থার অন্যতম ডিরেক্টর গ্রেগ কেলিও গ্রেপ্তার হয়েছেন। আর্থিক দুর্নীতিতে তাঁদের বিরুদ্ধে তদন্ত চালিয়েছিল নিশান।
  • অভিনেত্রী মেরিলিন মনরোর ১৯৬১ সালে পাওয়া গোল্ডেন গ্লোব পুরস্কার ১ কোটি ৭৯ লক্ষ টাকায় নিলামে বিক্রি হল।

খেলা

  • মেয়েদের টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ভারত ইংল্যান্ডের এবং অস্ট্রেলিয়া ওয়েস্টইন্ডিজের মুখোমুখি হবে বলে নির্ধারিত হল।
  • আবুধাবিতে নিউজিল্যান্ড ১৭৬ রানে প্রথম টেস্ট জিতল পাকিস্তানের বিরুদ্ধে। ৫ উইকেট ১৭ রানে হারল পাকিস্তান। অভিষেক টেস্টেই ৫ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হলেন ভারতীয় বংশোদ্ভূত আজাজ প্যাটেল।