কারেন্ট অ্যাফেয়ার্স ১৯ নভেম্বর ২০১৯

503
0

আন্তর্জাতিক

  • ঔপনিবেশিক বাংলায় মন্বন্তরে সে সময়ের ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের ভূমিকা নিয়ে ব্রিটেনের সংসদে আলোচনা হতে পারে বলে ইঙ্গিত দিল লেবার পার্টি। আসন্ন সাধারণ নির্বাচনে তারা জয়ী হলে তা বাস্তবায়িত হবে। প্রসঙ্গত, ১৯৪৩ সালে পঞ্চাশের মন্বন্তরে ১০ লক্ষাধিক মানুষের মৃত্যু হয়। সেই বছরই ভারত থেকে বিপুল পরিমাণ ‘উদ্বৃত্ত’ খাদ্যশস্য ব্রিটিশ সরকার নিজেদের দেশে রপ্তানি করেছিল।
  • হংকংয়ের নতুন পুলিশপ্রধান নিযুক্ত হনে ক্রিস ট্যাং পিং। সেখানে লাগাতার বিক্ষোভের প্রেক্ষিতে এই নিযুক্তি উল্লেখযোগ্য।
  • বির্টিশ রাজকুমার অ্যান্ড্রুর সংস্থা ‘পিস অ্যাট প্যালেস’-এ অর্থ সাহায্য করবে না বলে জানাল স্পনসর সংস্থা কেপিএমজি। হাডার্স ফিল্ড বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর পদ থেকে তাঁকে সরানোর দাবিও তোলা হল পড়ুয়াদের তরফ থেকে। প্রসঙ্গত, মার্কিন কারাগারে আত্মঘাতী মার্কিন ধনকুবের জেপ্রি এপস্টাইনের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা ছিল। নাবালিকা পাচারে অভিযুক্ত হয়েছেন জেপ্রি। তাঁর বিরুদ্ধে এখন একের পর এক অভিযোগ উঠেছে। সেই সূত্রেই জড়িয়েছে রানির তৃতীয় সন্তান অ্যান্ড্রুর নাম।

 

জাতীয়

  • নয়াদিল্লিতে ‘ভারতীয় পোষণ কৃষি কোষ’-এর উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি এবং মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটস। এই প্রকল্পটির রূপায়ণে সাহায্য করছে ‘বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন’।
  • ২০১৯ সালের ইন্দিরা গান্ধী, নিরস্ত্রীকরণ ও উন্নয়ন পুরস্কারের জন্য মনোনীত করা হল প্রকৃতিবিদ ডেভিড অ্যাটেনবরোকে।

 

বিবিধ

  • ভারত, বাংলাদেশ, মালদ্বীপের পর্যটকদের জন্য শুল্ক বসানোর ইঙ্গিত দিল ভুটান। এতদিন অন্য দেশের নাগরিকদের জন্য ওই শুল্ক (দৈনিক ২৫০ ডলার) থাকলেও ওই তিন দেশের নাগরিকদের জন্য তা ছিল না। ২০১৮ সালে ভুটান ভ্রমণ করেছেন ২ লক্ষ ৭৪ হাজার জন। তাঁদের মধ্যে ১ লক্ষ ৮০ হাজার জন ভারতীয়।
  • চলতি অথবর্ষের প্রথম ৬ মাসে দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতে ৯৫৭০০ কোটি টাকার প্রতারণা হয়েছে বলে জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

 

খেলা

  • ডেভিস কাপ ভারত পাকিস্তান আসন্ন টাই অনুষ্ঠিত হবে কাজাখস্তানের রাজধানী নুর মুলতানে। এই সিদ্ধান্ত জানাল বিশ্ব টেনিসের নিয়ামক সংস্থা। প্রসঙ্গত, নিরাপত্তার প্রশ্নে ওই টাই ইসলামাবাদ থেকে সরানোর অনুরোধ করেছিল ভারত।
  •  বিশ্বকাপের যোগ্যতা অর্জনের পর্বে ওমান  ১-০ গোলে হারাল ভারতকে।
  •  ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আর্জেন্টিনা-উরুগুয়ে ম্যাচ ২-২ গোলে ড্র হল।