কারেন্ট অ্যাফেয়ার্স ১ আগস্ট ২০১৮

554
0

জাতীয়

  • কুষ্ঠরোগে আক্রান্ত হওয়ার জন্য কাউকে বিবাহ বিচ্ছেদে বাধ্য করা যাবে না বা তার জন্য দত্তক নেওয়ার অধিকার কেড়ে নেওয়া যাবে না। এ বিষয়ে আইন সংশোধনের সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় মন্ত্রিসভা।
  • অসমে নাগরিক পঞ্জির খসড়া তালিকা নিয়ে ভোটার তালিকায় কোনো প্রভাব পড়বে না বলে জানাল ভারতের নির্বাচন কমিশন।
  • কর্নাটকের উত্তরে বেলগাঁও শহরকে দ্বিতীয় রাজধানী করার ইঙ্গিত দিলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী।
  • পাকিস্তানে প্রধানমন্ত্রী হিসাবে ইমরান খানের শপথগ্রহণ অনুষ্ঠানের অতিথি হওয়ার জন্য আমন্ত্রণ জানানো হল ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাসকার, কপিল দেব, নভজ্যোৎ সিং সিধু এবং অভিনেতা আমির খানকে।

আন্তর্জাতিক

  • ছাত্রদের বিক্ষোভ নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে ১ আগাস্ট বাংলাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিল বাংলাদেশ সরকার। বস্তুত, সে দেশের লাগামছাড়া যানব্যবস্থা নিয়ন্ত্রণে গত তিন দিন ধরে পথে নেমেছে স্কুল ছাত্ররা। এদিন তারা ট্রাফিক পুলিশের থেকে যান নিয়ন্ত্রণের ব্যবস্থাপনা নিজ হাতে নিয়ে নেয়। ক্রমবর্ধমান দুর্ঘটনা ও বেনিয়ম ঠৈকাতেই তারা পথে নেমেছে। শিক্ষামন্ত্রী এই ঘটনাকে অরাজকতা বলেছেন।
  • ১৬ বছরের কমবয়সী পড়ুয়ারা শিক্ষাপ্রতিষ্ঠানে স্মার্ট ফোন ব্যবহার করতে পারবে না। এই মর্মে আইন পাশ হল ফ্রান্সের সংসদে।
  • লোহিত সাগরের তীরে নিওম শহরে সৌদি আরবের মন্ত্রিসভা বৈঠকে বসল। এই শহরকে বলা হচ্ছে রোবট নগরী। ৫ হাজার কোটি ডলার খরচ করে এই বিজ্ঞানসমৃদ্ধ ভবিষ্যন্মুখী নগর গড়ার পরিকল্পনা নিয়েছেন যুবরাজ মহম্মদ বিন সলমন।
  • বোরখা সহ যে-কোনো ধরনের মুখঢাকা পোশাক নিষিদ্ধ হল ডেনমার্কে।

খেলা

  • এজবাস্টনে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের প্রথম ম্যাচ শুরু হল। এটি ইংল্যান্ডের ক্রিকেট ইতিহাসে ১০০০তম টেস্ট। এদিন ইংল্যান্ড ৯ উইকেট হারিয়ে ২৮৫ রান করল। ইংল্যান্ডের অধিনায়ক জো রুটকে (৮০) অসামান্য থ্রোয়ে রান আউট করলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি।
  • নিরাপত্তার কারণে পাকিস্তান সফরের প্রস্তাব খারিজ করে দিল নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।
  • ইয়োহনা কন্টের কাছে ১-৬, ০-৬ ব্যবধানে পরাস্ত হলেন সেরেনা উইলিয়ামস। পেশাদার টেনিসে তিনি এই প্রথম এত খারাপভাবে হারলেন।
  • ভারতীয় কুস্তি দলের মুখ্য স্পনসর হল টাটা মোটরস।
  • আটলান্টা ওপেনে চ্যাম্পিয়ন হলেন জন ইজনার। এই নিয়ে পঞ্চমবার এই খেতাব জিতলেন তিনি।

বিবিধ

  • সদ্য সমাপ্ত জুলাই মাসে দেশে জিএসটি বাবদ আদায় হয়েছে ৯৬৪৮৩ কোটি টাকা। জুনে তা ছিল ৯৫৬১০ কোটি টাকা। কেন্দ্রীয় অর্থমন্ত্রক এদিন এই তথ্য জানাল।
  • রেপো রেট অর্থাৎ বাণিজ্যিক ব্যাঙ্কগুলি ভারতের রিজার্ভ ব্যাঙ্ক থেকে যে সুদে ঋণ নেয় তা ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৬.৫ শতাংশ করা হল। ঋণনীতি কমিটির ৩ দিনের বৈঠক শেষে এই পদক্ষেপ নেওয়া হল আরবিআই-এর তরফে।
  • হিন্দুস্থান কপারের ১৫ শতাংশ অংশীদারি বিক্রির প্রস্তাব অনুমোদন করল কেন্দ্রীয় মন্ত্রিসভা। ফলে সংস্থাটিতে কেন্দ্রের অংশীদারি ৭৬.০৫ থেকে কমে হল ৬৬.১৩ শতাংশ।
  • আইডিবিআই-এর ৫০ শতাংশ অংশীদারি রাষ্ট্রায়ত্ত এলআইসি সংস্থার কিনে নেওয়ার প্রস্তাব অনুমোদন করল কেন্দ্রীয় মন্ত্রিসভা।