কারেন্ট অ্যাফেয়ার্স ২০ জানুয়ারি ২০২০

634
0

আন্তর্জাতিক

  • বাংলাদেশে একই দিনে দুটি মামলায় ১৫ জনকে মৃত্যুদণ্ড দিল দুটি আদালত। ২০০১ সালের ২০ জানুয়ারি ঢাকার পল্টন ময়দানে বংলাদেশ কমিউনিস্ট পার্টির জনসভায় নির্বিচারে গুলি চালিয়ে ৫ জনকে হত্যা করেছিল হুজি জঙ্গিরা। এই মামলায় ১০ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হল। ৩২ বছর আগে এরশাদের আমলে তখনকার বিরোধী দলনেত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টায় হামলা চালিয়েছিল খোদ পুলিশকর্মীরাই। হাসিনা রক্ষা পেলেও প্রাণহানি হয় ২৪ জনের। এই ঘটনায় ৫ পুলিশ কর্মীকে মৃত্যুদণ্ড দেওয়া হল।
  • সংক্রামক ভাইরাস সিভিয়ার অ্যাকুউট রেসপিরেটরি সিনড্রোমে আরও একজনের মৃত্যু হল চিনে। আক্রান্ত হয়েছেন শতাধিক। অতীতে এই মারণ (মার্স) ভাইরাসের প্রাদুর্ভাবে বহু মানুষের মৃত্যু হয়েছিল।

 

জাতীয়

  • বিজেপির জাতীয় সভাপতি পদে নিযুক্ত হলেন জগতপ্রসাদ নাড্ডা। তিনি অমিত শাহের স্থলাভিষিক্ত হলেন।
  • নয়াদিল্লিতে একদল পরীক্ষার্থীর সামনে ‘অনুপ্রেরণামূলক বক্তব্য’ পেশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছিল ‘পরীক্ষা পে চর্চা’।

 

বিবিধ

  • সুইজারল্যান্ডের দাভোসে শুরু হল ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ৫০তম বার্ষিক সম্মেলন। সম্মেলন উপলক্ষে বার্ষিক রিপোর্ট পেশ করল স্বেচ্ছাসেবী সংস্থা অক্সফ্যাম। সেখানে বলা হল বিশ্বের ৪৬০ কোটি বা ৬০ শতাংশ মানুষের কাছে যে সম্পদ রয়েছে তার থেকে বেশি সম্পদ রয়েছে ২১৫৩ জন ধনকুবেরের কাছে। ভারতে ২০১৮-১৯ অর্থবর্ষে যে ২৪ লক্ষ ৪২ হাজার ২০০ কোটি টাকার বাজেট ছিল তার থেকে দেশের ৬৩ জন ধনকুবেরের সম্পত্তির পরিমাণ বেশি।
  • উচ্চাঙ্গ সংগীতশিল্পী সুনন্দ পট্টনায়েক (৮৫) প্রয়াত হলেন। তিনি ছিলেন গোয়ালিয়র ঘরানার শিল্পী।

 

খেলা

  • রঞ্জি ট্রফির ম্যাচে হায়দরাবাদের বিরুদ্ধে ৭ উইকেটে ৬৩৫ রান করে ইনিংস ডিক্লেয়ার করল বাংলা। মনোজ তেওয়ারি অপরাজিত ত্রিশতরান (৩০৩) করলেন। এটি তাঁর জীবনের প্রথম ত্রিশতরান। প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর রান ৮৭৫১।
  • প্রয়াত ফুটবলার ধনরাজনের পরিবারের প্রতি অর্থ সাহায্যের উদ্দেশ্যে আই এম বিজয়নের উদ্যোগে পালাক্কড়-এ প্রদর্শনী ফুটবলে অংশ নিলেন দেশের প্রাক্তন ফুটবলাররা।
  • আই লিগে গোকুলম এফসিকে ৩-১ গোলে হারাল পাঞ্জাব।
  • উদ্বোধন হল দেশের পঞ্চম প্রিমিয়ার ব্যাডমিন্টন লিগের।