কারেন্ট অ্যাফেয়ার্স ২০ মে, ২০১৯

976
0
Current Affairs 20 May 2019

আন্তর্জাতিক

  • ওয়ার্ল্ড মেট্রোলজি ডে তথা বিশ্বপরিমাপ দিবসেই আনুষ্ঠানিকভাবে বদলে গেল ভরের মূল্য একক কিলোগ্রামের সংজ্ঞা। ১৩০ বছর ধরে কিলোগ্রামের মূল একক প্ল্যাটিনাম-ইরিডিয়ামের দণ্ড ‘ল্যো গ্রঁদ’কে রাখা হয়েছে প্যারিসে। গত বছর নভেম্বর মাসে ফ্রান্সের ভার্সেই শহরে ৫০টিরও বেশি দেশের ভোটে ‘ল্যো গ্রঁদ’কে একক ভাবে বাতিল করে মাক্স প্লাঙ্কের ধ্রুবকের ভিত্তিতে এক কিলোগ্রাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এ দিন থেকে বদলে গেল তা নির্ণয়ের সংজ্ঞা।
  • ২৩ মে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন। ভোট হবে ৭৫১ আসনে। ব্রিটেন এখনও ইইউ থেকে বিচ্ছিন্ন না হওয়ায় এই নবম ইইউ নির্বাচনেও তারা অংশ গ্রহণ করবে বলে জানাল।

জাতীয়

  • স্নাতকস্তরে পশ্চিমবঙ্গের সরকারি ও সরকার পোষিত কলেজগুলিতে ভর্তি প্রক্রিয়া অনসলাইন করার সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এক্ষেত্রে ফি নেওয়া হবে অনলাইনে। কোনো হেল্প ডেস্ক থাকবে না। ভর্তির পর ছাত্রছাত্রীরা ক্লাস করতে গেলে তখনই তথ্য যাচাই করা হবে বলে জানালো হল। সেখানে তথ্য ভুল থাকলে সেই ভর্তি বাতিল করে দেওয়া হবে জানানো হয়েছে।
  • পশ্চিমবঙ্গ পূর্ত দপ্তরের অধীনে ৫৯টি ডিভিশনে ছোট ও বড় মিলিয়ে সেতুর সংখ্যা ১৭৪৯। এর ৯৫টি সেতু অত্যন্ত বিপজ্জনক এবং ৭৩৮টি কম-বেশি বিপজ্জনক বলে জানানো হল।

বিবিধ

  • ২০১৮-১৯ অর্থবর্ষে পরিকাঠামো ক্ষেত্রে ভারতে ব্যাঙ্কগুলির ঋণ দেওয়ার পরিমাণ ১৮.৫ শতাংশ  বেড়ে হল ১০.৫৫ লক্ষ কোটি টাকা। ২০১১-১৩ সালের পর এই অঙ্ক সবথেকে বেশি।
  • একদিনে সেনসেক্স উঠল ১৪২১.৯০ পয়েন্ট। দিন শেষে তা থিতু হল ৩৯৩৫২.৬৭ পয়েন্টে। একদিনে বৃদ্ধির হার হল ৩.৭৫ শতাংশ। অপর শেয়ারসূচক নিফটিও ৩.৬৯ শতাংশ বা ৪২১.১০ পয়েন্ট  বেড়ে হল ১১৮২৮.২৫ অঙ্ক। গত এক দশকে একদিনে এই উত্থান একটি রেকর্ড। একদিনে সম্পদ বাড়ল ৫ লক্ষ ৩৩ হাজার কোটি টাকার বেশি।

খেলা

  • ভারতীয় মহিলা হকি দল দক্ষিণ আফ্রিকা সফরের প্রথম ম্যাচেই দক্ষিণ আফ্রিকাকে ২-১ গোলে হারাল।
  • ফরাসি ওপেনের যোগ্যতা অর্জনের খেলায় প্রথম রাউন্ডেই হেরে গেলেন ভারতের রামকুমার রামানাথন।
  • এ বছর আই লিগে ১২টি দল খেলবে বলে জানাল এআইএফএফ।